Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

ভোটের আগে বড়সড় ধাক্কা গেরুয়া শিবিরে! তৃণমূল দলে যোগ দিলেন এই বিজেপি নেতা

তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক ডেকে এই যোগদান পর্ব অনুষ্ঠিত করা হবে বলে দলীয় সূত্রে খবর

Advertisement
Advertisement

এতদিন পর্যন্ত এক ঝাঁক তৃণমূল নেতা তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু এবারে একেবারে উল্টোপুরাণ দিতে চলেছেন বাজপেয়ি ক্যাবিনেটের অন্যতম মন্ত্রী বিজেপির যশবন্ত সিনহা। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ির আমলে যশবন্ত সিনহা বিজেপিতে যোগদান করেন। নিজের কার্যকালে তিনি অর্থমন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। বাজপাই জমানায় যশবন্ত সিনহা অর্থ মন্ত্রকের দায়িত্বে সামলেছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ি ক্যাবিনেটের সদস্য ছিলেন। মনে করা হচ্ছে তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সখ্য।

Advertisement
Advertisement

তার রাজনৈতিক জীবনের শুরুর দিকেই তিনি যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। বহুদিন ধরে তিনি রাজনীতির ময়দানে রয়েছেন ভারতীয় জনতা পার্টির সদস্য হিসেবে। কিন্তু, দিন কয়েক ধরে বিজেপির সঙ্গে তার সখ্যতা কিছুটা হলেও কমতে শুরু করেছিল। তার প্রধান কারণ ছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে তার বিরোধ।

Advertisement

তার জেরেই বর্তমান বিজেপি নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বচসা দেখা দিলে বর্ষীয়ান এই রাজনীতিবিদ যশোবন্ত দল ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি নিজে একজন আইএএস অফিসার ছিলেন। তারপর রাজনীতিতে আসার জন্য আই এএস অফিসারের চাকরি ছেড়ে প্রথমে জনতা দলে যোগদান করেন। তারপরে অটল বিহারী বাজপাই এর আমলে আসেন ভারতীয় জনতা পার্টিতে। তারপর থেকেই তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলেন। কিন্তু, কয়েক দিন আগে থেকে বিজেপির বর্তমান সদস্যদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে।

Advertisement
Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সখ্যতা কারণে মনে করা হচ্ছে তিনি তৃণমূলে যোগদান করছেন। তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক ডাকা হবে আর কিছুক্ষণের মধ্যেই। সেখানেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করবেন যশবন্ত সিনহা। সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন। মনে করা হচ্ছে তৃণমূলের তরফে যশবন্ত সিনহা কে রাজ্যসভার সাংসদ প্রার্থী করা হতে পারে। আজকেই তৃণমূল ভবনে আসছেন যশবন্ত সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে তার নিজের বাড়িতে রয়েছেন। মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন যশবন্ত সিনহা।

Advertisement

Related Articles

Back to top button