ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আজ থেকে নয়া নিয়মের মাধ্যমেই টাকা তুলতে হবে ব্যাঙ্ক গ্রাহকদের

×
Advertisement

স্টাফ রিপোর্টার: করোনার সংক্রমণের জেরে গোটা বিশ্ব আতঙ্কিত। যার ফলে কোভিড-১৯-এর সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্বই একমাত্র উপায়। তাই সরকারের তরফে দেশবাসীর উদ্দেশ্যে পরস্পরের থেকে দূরত্বকেই প্রাধান্য দিতে বলা হচ্ছে বারংবার। এবার করোনার সংক্রমণকে ঠেকাতে নতুন নিয়ম চালু করল ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন। তার ফলে আগামী সোমবার থেকে ১১ই এপ্রিল পর্যন্ত ব্যাংকগুলিতে নয়া নিয়মের মাধ্যমেই টাকা তোলার কাজ করতে হবে বলে জানিয়েছে আইবিএ।

Advertisements
Advertisement

জানা গিয়েছে, গত এপ্রিল মাসে ব্যাংকে ভিড় বেড়েছে অনেকটাই। যার ফলে আশঙ্কা ক্রমেই ঘনীভুত হচ্ছে। এমন সংকটজনক পরিস্থিতিতে ব্যাংকে এমন ভিড় থাকলে সামাজিক দূরত্ব বিঘ্নিত হবে। আর তাই নয়া নির্দেশে বলা হয়েছে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বরের যে শেষ সংখ্যা তার ভিত্তিতেই এবার ব্যাংকে প্রবেশ করে টাকা তুলতে পারবেন তাঁরা। যেমন যেসব গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ০ ও ১ তারা ৪ঠা মে টাকা তুলতে পারবেন। ২ ও ৩ নম্বর যেসব গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা তাঁরা ৫ই মে টাকা তুলতে পারবেন। এমন করে ৪ ও ৫ নম্বর যাদের তাঁরা ৬ই মে, ৬ ও ৭ নম্বর যাদের তাঁরা ৮ই মে, ৮ ও ৯ যাদের তাঁরা ১১ই মে টাকা তুলতে পারবেন।

Advertisements

সূত্রের খবর, গত এপ্রিলে সামাজিক দূরত্বকে তোয়াক্কা না করে ব্যাংকগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। তাই সোশ্যাল ডিসট্যান্সিং-কে প্রাধান্য দিতেই আইবিএ-এর নয়া সিদ্ধান্ত। যা আগামী সোমবার থেকে লাগু হবে ব্যাংকগুলিতে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button