দেশনিউজ

আজ থেকে শুরু তৃতীয় দফার লকডাউন, কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে, জেনে নিন

Advertisement
Advertisement

আজ থেকে শুরু তৃতীয় দফার লকডাউন। এই লকডাউন চলবে আগামী ১৭ মে পর্যন্ত। তবে এক্ষেত্রে মিলবে বেশ কিছু ছাড়। আজ থেকেই বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিছু ক্ষেত্রে ছাড় দিলেও বেশ কিছু ক্ষেত্রে এখনই ছাড় মিলবে না।

Advertisement
Advertisement

কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে আর কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে না, দেখে নিন –

Advertisement

দেশের সমস্ত জায়গাতেই রেল, বিমান, মেট্রো, সড়কপথে যাতায়াত এখনও পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।

Advertisement
Advertisement

স্কুল, কলেজ, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা সব বন্ধই থাকবে।

ধর্মীয় বা সামাজিক কোনোরকম জমায়েত করা যাবে না।

পণ্যসামগ্রী পরিবহনের ক্ষেত্রে এবং অত্যাবশ্যকীয় সামগ্রী তৈরীর ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকছে না।

রেড জোনে বেসরকারি সংস্থাগুলির ৩৩ শতাংশ কর্মী নিয়ে কাজের অনুমতি দেওয়া হয়েছে।

অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী তৈরী ও আইটি সেক্টরগুলিকে রেড জোনে ছাড় দেওয়া হয়েছে।

ই-কমার্স-র ক্ষেত্রে শুধুমাত্র প্রয়োজনীয় সামগ্রী ডেলিভারিতে ছাড় দিয়েছে কেন্দ্র।

দিল্লী সরকার সোমবার থেকে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে।

রেড জোনে কৃষিকাজ, কন্সট্রাকশন এগুলিতে ছাড় মিলবে।

অরেঞ্জ জোনে ট্যাক্সি চলার অনুমতি দেওয়া হয়েছে, তবে দুজনের বেশি প্যাসেঞ্জার নেওয়া যাবে না।

রেড জোনে যেসব ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, অরেঞ্জ জোনেও একই ক্ষেত্রে ছাড় মিলবে।

আর গ্রিন জোনে সব কিছুতেই ছাড় মিলবে, কিন্তু সারা দেশে যে জিনিষগুলিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে, সেগুলি করা যাবে না।

গ্রিন জোনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button