নিউজরাজ্য

রাজ্যের সব মানুষকে ফ্রিতে টিকা, আপাতত সম্পূর্ণ লকডাউনের চিন্তা ভাবনা নেই মমতার

তবে লকডাউনে তিনি সায় দিচ্ছেন না বলেও জানিয়ে

Advertisement
Advertisement

এবারে রাজ্যের সমস্ত নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সমস্ত মন্ত্রীরা শপথ নিলেন নতুন মন্ত্রিসভায়। মন্ত্রিসভার প্রথম বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন পাঠিয়ে দিলেই আমরা সমস্ত রাজ্যে বিনামূল্যে ভ্যাকসিন পাঠিয়ে দেব। আমরা লকডাউন করছি না কিন্তু আপনারা লকডাউন এর মত আচরন করুন।” এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রীয় সরকার তাদেরকে ভ্যাকসিন দিচ্ছে না।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “এক লক্ষ ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এটা কিছুই না। ৫০ হাজার জন মাত্র প্রতিষেধক পেতে পারে। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ৩ কোটি ভ্যাকসিন চেয়েছিলাম। আমার দরকার ১০ কোটি ডোজ। যাইহোক ইতিমধ্যেই এক কোটি লোককে আমরা টিকা দিয়ে দিয়েছি। আমাদের দরকার আরও ৩ থেকে ৪ কোটি। আমরা বেসরকারি হাসপাতালে এক কোটি টিকা দেবো।” তবে লকডাউনে কিন্তু সায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কথাটি একেবারে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিলেন তিনি।

Advertisement

তিনি বললেন, “লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু একদম লকডাউন করে দিলে মানুষের খেতে পাবে না। আপনারা লকডাউন এর মত আচরন করুন, আমরা এখনই লকডাউন ডাকছি না।” এছাড়াও কেন্দ্রীয় সরকারের সবাইকে বিনামূল্যে প্রতিশেধক দেওয়া উচিত বলেও উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement

তিনি বললেন, “কেন্দ্রীয় সরকারের কাছে প্রচুর টাকা রয়েছে। ৩০ হাজার কোটি টাকা করে ভ্যাকসিন টা সবাইকে দেওয়া যায়। কিন্তু ৬৫ শতাংশ টিকা ভারত সরকার বাইরে দিয়ে দিয়েছে। এই অবস্থায় টিকার ব্যবস্থা কিন্তু কেন্দ্র সরকারকে করতে হবে। যে দেশে টিকা পাওয়া গেছে তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং সেখান থেকে টিকা আনানোর ব্যবস্থা করুন। তার পাশাপাশি বিকল্প ভ্যাকসিন নীতি প্রয়োগ করুন।”

Advertisement

Related Articles

Back to top button