কলকাতানিউজ

নতুন ব্রিজ তৈরির কাজ শুরু, ১ লা ফেব্রুয়ারি সম্পূর্ণ ভাবে বন্ধ টালা ব্রিজ

Advertisement

১ ফেব্রুয়ারি থেকে টালা ব্রিজে যান চলাচল বন্ধ করা হবে। গত বছর ২৮ সেপ্টেম্বর এই ব্রিজে বাস, লরি চলাচল বন্ধ করা হয়। শেষ পর্যন্ত টালা ব্রিজ ভাঙার রায় দেওয়া হয়। আগামী ৩১ জানুয়ারি মধ্যরাত থেকেই যান চলাচল বন্ধ করার বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহন দপ্তর। তবে এই ব্রিজের পরিবর্তে চিৎপুর ব্রিজের পাশে লেভেলক্রসিং তৈরীর কাজ হচ্ছে। এছাড়া পরিকল্পনা নেওয়া হয়েছে একটি ফুটব্রিজ তৈরির যা টালা ব্রিজ থেকে ১০০ মিটার দূরত্বের মধ্যে হবে।

নতুন টালা ব্রিজ সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত ওই অঞ্চলে অটো চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পণ্যবাহী গাড়ি গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতার দিকে আসতে নিবেদিতা সেতুর পরিবর্তে দ্বিতীয় হুগলি সেতু অথবা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে যাতায়াতের জন্য।

আরও পড়ুন : ভারতীয় নাগরিকত্ব পেতে, দিতে হবে ধর্মের প্রমাণ

৮০০ মিটার দৈর্ঘ্যের টালা ব্রিজ ভাঙতে ৩০ কোটি টাকা খরচ হবে। টালায় ৪ লেনের নতুন ব্রিজ তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেছে, যাতে ২৬৮ কোটি টাকা খরচ হবে বলে অনুমান। ৪২ টি বাস রুট পরিবর্তন করা হয়েছে। বর্তমানে পালা করে অভিমুখে গাড়ি চলাচল হয় চিৎপুর লকগেট উড়ালপুলে। ব্রিজ বন্ধের পরে লকগেট উড়ালপুলকে করা হবে ডানলপমুখী। নতুন ব্রিজ সম্পূর্ণ করার জন্য সময়সীমা বরাদ্দ করা হয়েছে ১৮ মাস।

Related Articles

Back to top button