নিউজদেশ

Petrol Price: মাসের শেষে কমল অপরিশোধিত তেলের দাম, কলকাতায় কত পেট্রোলের দাম? রইল আপডেট

Advertisement
Advertisement

মাসের শেষ দিনে অবশেষে কমল অপরিশোধিত তেলের দাম (Petrol Price)। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় কমেছে অনেকটাই। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দামের এই পতন গত ৭ দিনের মধ্যে সর্বনিম্ন। অপরিশোধিত তেলের দামের এই পতন আশা জাগাচ্ছে দেশের বাজারেও পেট্রোল ডিজেলের দাম কমার।

Advertisement
Advertisement

আন্তর্জাতিক বাজারের উপরেই দেশে পেট্রোল এবং ডিজেলের দাম নির্ভর করে। কারণ ভারত বহুল পরিমাণে তেল আমদানি করে। বিশ্ব বাজারে যদি অপরিশোধিত তেলের দাম বাড়ে তাহলে দেশেও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে থাকে পাল্লা দিয়ে। বিশেষজ্ঞদের মতে, যদি নির্বাচনের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একটানা ৮০ ডলারের নীচে থাকে, তবেই ভারতীয় বাজারে কমতে পারে পেট্রোল ডিজেলের দাম। তবে শুধু অপরিশোধিত তেলের দাম কমলেই চলবে না। ডলারের থেকে রুপিকে শক্তিশালী হতে হবে, বিভিন্ন রাজ্যে করের হারের উপরেও নির্ভর করে জ্বালানির দামের ওঠানামা।

Advertisement

প্রতিদিন সকাল ৬ টা নাগাদ বিভিন্ন জ্বালানি তেলের সংস্থাগুলির তরফে পেট্রোল এবং ডিজেলের দাম আপডেট করা হয়। তবে শুক্রবার গোটা দেশের কোনো শহরেই জ্বালানির দামে কোনো ফারাক চোখে পড়েনি। এদিন কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম রয়েছে ১০৩.৯৩ টাকা। আর ডিজেলের দাম রয়েছে ৯০.৭৪ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম বরাবরের মতোই সবথেকে চড়া। বাণিজ্য নগরীতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪.১৯ টাকা এবং ডিজেলের দাম ৯২.১৩ টাকা।

Advertisement
Advertisement

নয়া দিল্লিতে প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ৯৪.৭৬ টাকায় এবং ডিজেলের দাম রয়েছে ৮৭.৬৬ টাকা। অন্যান্য মেট্রো শহরগুলির তুলনায় নয়াদিল্লিতে জ্বালানির দাম অনেকটাই কম। চেন্নাইতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০.৭৩ টাকা এবং ডিজেলের দাম এই শহরে ৯২.৩২ টাকা। হায়দ্রাবাদে জ্বালানির দাম দেশের মধ্যে সবথেকে চড়া। এই শহরে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৭.৩৯ টাকা এবং লিটার প্রতি ডিজেলের দাম ৯৫.৬৩ টাকা। নয়ডাতে শুক্রবার পেট্রোলের দাম প্রতি লিটার ৯৪.৮১ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮৭.৯৪ টাকা। উল্লেখ্য ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP এর সঙ্গে সিটি কোড লিখে 9224992249 নম্বরে পাঠালে ফোনেই পেয়ে যাবেন জ্বালানির দাম। অন্যদিকে BPCL গ্রাহকদের ক্ষেত্রে নম্বরটি হল 9223112222।

Related Articles

Back to top button