টেক বার্তা

সূর্যের ছবি তোলার জন্যে ‘সোলার অরবিটার’ নামে মহাকাশযান পাঠাচ্ছে নাসা

Advertisement
Advertisement

নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি ‘সোলার অরবিটার’ নামে একটি নতুন মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে যা সূর্যের চারিদিকে ঘুরে প্রথমবারের মতো সূর্যের উত্তর ও দক্ষিণ মেরুগুলির ছবিগুলি তুলবে। মহাকাশযানটি শুক্র ও পৃথিবীর মাধ্যাকর্ষণ ব্যবহার করে সূর্যের চারিদিকে ঘুরবে বলে জানিয়েছে নাসা।

Advertisement
Advertisement

এই মহাকাশযানটি কেপ ক্যানাভেরাল থেকে আগামী ৭ই ফেব্রুয়ারী, ২০২০ আন্তর্জাতিক সময় অনুসারে রাত ১১ টা ১৫ মিনিটে উৎক্ষেপণ করা হবে যা ভারতীয় সময় অনুযায়ী ৮ই ফেব্রুয়ারী, ২০২০ সকাল ৯.৫৫ মিনিট। ওয়াশিংটন ডিসির নাভাল রিসার্চ ল্যাবের মহাকাশ বিজ্ঞানী রাসেল হাওয়ার্ড বলেছেন, ‘এতদিন সোলার অরবিটার অবধি সমস্ত সৌর ইমেজিং যন্ত্রগুলি গ্রহাত্মক সমতল বা এর খুব কাছাকাছি ছিল, কিন্তু এখন আমরা উপরে থেকে সূর্যের দিকে তাকাতে সক্ষম হব।’

Advertisement

আরও পড়ুন : প্রতিদিন ৫ জিবি ডেটার সাথে নতুন প্ল্যান আনলো BSNL

Advertisement
Advertisement

এর আগে মাত্র একবারই সূর্যের মেরুগুলিতে মহাকাশযান পাঠানো হয়রছিল। ১৯৯০ সালে একটি যৌথ ইএসএ-নাসার উদ্যোগে পাঠানো হয়েছিল ইউলিসিস নামের মহাকাশযানটি। ২০০৯ সালে ক্ষয়ক্ষতির আগে সূর্যের চারপাশে তিনটি পথ তৈরি করেছিল এই মহাকাশযানটি। তবে ইউলিসিস কখনই পৃথিবী থেকে সূর্যের দূরত্বের কাছাকাছি পৌঁছতে পারেনি। তারপর এইবার আবার যৌথ উদ্যোগে পাঠানো হচ্ছে এই মহাকাশযানটি।

Advertisement

Related Articles

Back to top button