দেশনিউজ

ইংলিশে প্যারাগ্রাফ পড়তে গিয়ে হোঁচট খেলেন ইংরেজি শিক্ষিকা! কপালে চোখ জেলাশাসকের

Advertisement
Advertisement

উত্তরপ্রদেশ : শিক্ষাকাঠামোর অন্যতম এক ভিত্তি হল শিক্ষক। শিক্ষক তার সমস্ত জ্ঞানের ভান্ডারকে ছাত্রছাত্রীদের কাছে উজাড় করে দিয়ে তাদের শিক্ষার আলোকে আলোকিত করেন। কিন্তু এই জ্ঞানদাতার ভান্ডার যখন শূন্য তখন দেশের শিক্ষা কাঠামোর কি পরিস্থিতি হবে তা সকলেই জানেন।

Advertisement
Advertisement

দেশের শিক্ষা ব্যবস্থার এমন করুন এবং দুর্দশাপূর্ণ ছবি ফুটে উঠলো উত্তরপ্রদেশে। সরকারি স্কুলের ইংরেজির শিক্ষিকা ইংলিশ পড়তে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন আর এই ঘটনা দেখে বিস্মিত জেলাশাসক।

Advertisement

উত্তরপ্রদেশের উন্নাও জেলার এক সরকারি স্কুল পরিদর্শন করতে গেছিলেন ওই জেলার জেলাশাসক দেবেন্দ্র কুমার পাণ্ডে। স্কুল পরিদর্শন কালে তিনি হঠাৎ স্কুলের এক অষ্টম শ্রেণির কক্ষে প্রবেশ করেন।

Advertisement
Advertisement

সেই মুহুর্তে ক্লাসে পড়ুয়াদের ইংলিশ পড়াচ্ছিলেন স্কুলের ইংরেজির শিক্ষিকা রাজ কুমারী। জেলাশাসক হঠাৎই স্কুলের শিক্ষিকাকে একটি ইংরেজি পাঠ্যবই তুলে দিয়ে একটি প্যারাগ্রাফ পড়তে বলেন।

তারপরই স্পষ্ট হয়ে যায় সমস্ত ঘটনা। শিক্ষিকার পড়া দেখে রীতিমত হতবাক জেলাশাসক। একটি লাইন পড়তে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন শিক্ষিকা। জনসমক্ষে উঠে এলো রাজ্যের স্কুলে ইংরেজি শিক্ষার বেহাল দশা।

ঘটনাটির পর জেলাশাসক শিক্ষিকাকে কড়া ধমক দিয়ে বলেন, “আপনি বি. এ পাশ করেছেন এবং সরকারি স্কুলের ইংরেজি শিক্ষিকা। আপনাকে লাইন এর মানে বলতে বলা হয় নি অথচ আপনি একটি বাক্যও ঠিকমত পড়তে পারছেন না।” স্কুল কর্তৃপক্ষকে জেলাশাসক ধমক দিয়ে শিক্ষিকাকে স্কুল থেকে সাসপেন্ড করার মন্তব্য করেন।

Advertisement

Related Articles

Back to top button