দেশনিউজ

১৬৯ বিধায়কের সমর্থন নিয়ে আস্থা ভোটে জয়ী উদ্ভব, ওয়াকআউট বিজেপির

Advertisement
Advertisement

অরূপ মাহাত: দীর্ঘ টানপোড়েনের পর গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে। আর আজ আস্থা ভোটে নিজের শক্তি দেখালেন তিনি। জিতে এলেন ১৬৯-০ ভোটে। উদ্ভব ঠাকরের বিরুদ্ধে একটিও ভোট পড়েনি। শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের ১৬৯ জন বিধায়কের সমর্থন নিয়ে জয়ী হন তিনি। আস্থা ভোট চলাকালীন বিধানসভার কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা। এদিন ভোটদানে বিরত থাকেন এমআইএম-এর ২ জন, রাজ ঠাকরের এমএনএস-এর ১ জন, সিপিআই-এর ১ জন বিধায়ক। আজকের আস্থা ভোটের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য মহারাষ্ট্র বিকাশ আগাড়ি জোটের দলনেতা নির্বাচিত হন বালাসাহেব ঠাকরের পুত্র।

Advertisement
Advertisement

প্রোটেম স্পিকার দিলীপ ওয়ালসে পাটিলের তত্ত্বাবধানে এদিন দুপুর আড়াইটা নাগাদ আস্থা ভোট হয়। এই আস্থা ভোটে ১৬৯-০ ব্যবধানে জয়ী হয়ে আগামী ৫ বছরের পদে নির্বাচিত হন উদ্ভব ঠাকরে। স্থায়ী স্পিকার নির্বাচন না করেই আস্থা ভোট করার প্রতিবাদে বিধানসভার কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়করা।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button