মুম্বইয়ে বিরাট বিদ্যুৎ বিপর্যয়, বন্ধ ট্রেন, অচল ট্রাফিক সিগন্যাল

মুম্বই: সোমবার মানেই সপ্তাহের শুরু। আর সপ্তাহের শুরুতেই কাজের ব্যস্ততা। ছুটি শেষে আবার কাজে ফিরে আসা। আর সপ্তাহের শুরুতেই কার্যত থমকে গেল বাণিজ্যনগরী মুম্বই। বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে বাণিজ্যনগরীতে। যার ফলে…

Avatar

মুম্বই: সোমবার মানেই সপ্তাহের শুরু। আর সপ্তাহের শুরুতেই কাজের ব্যস্ততা। ছুটি শেষে আবার কাজে ফিরে আসা। আর সপ্তাহের শুরুতেই কার্যত থমকে গেল বাণিজ্যনগরী মুম্বই। বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে বাণিজ্যনগরীতে। যার ফলে জীবনযাত্রা কার্যত থমকে গিয়েছে।

জানা গিয়েছে, মুম্বই, নবি মুম্বইয়ের গোটা এলাকা কার্যত বিদ্যুৎ বিচ্ছিন্ন। গ্রিট বিকল হয়ে যাওয়ার ফলে চরম বিপর্যয়ের মুখে গোটা বাণিজ্যনগরী। শুধু শহরে নয় মুম্বইয়ে শহরতলিতেও এর প্রভাব পড়েছে। কার্যত ট্রেন চলাচল বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্তব্ধ হয়ে গিয়েছে। কাজ করছে না কোনও রাস্তারই ট্রাফিক সিগন্যাল। তাই লাখো লাখো গাড়ি কার্যত রাস্তায় বেসামাল হয়ে দাঁড়িয়ে পড়েছে।

মুম্বইয়ের বিদ্যুৎ দপ্তর বা BEST-এর তরফ থেকে জানানো হয়েছে যে, টাটার গ্রিড বিকল হয়ে যাওয়ার ফলে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে গোটা মুম্বই শহরে। যার ফলে লক্ষ লক্ষ শহরবাসী কার্যত নাকাল হয়ে পড়েছে। একই করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্রের মুম্বই শহরে। তার ওপর এমন বিদ্যুৎ বিপর্যয়। হাসপাতালগুলিকে ইতিমধ্যেই BMC-র পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে যে, হাসপাতালগুলি যেন নিজেদের ব্যাকআপ বিদ্যুৎ এক্ষেত্রে সাপ্লাই করে।

খোলা হয়েছে কন্ট্রোল রুম। এই বিদ্যুৎ বিপর্যয়ের ফলে যে কেউ সমস্যায় পড়লে কন্ট্রোল রুমে অবাধে ফোন করতে পারে বলে জানানো হয়েছে। এই নম্বরগুলি হল, 022-22694727, 022-226947725 এবং 022-22704403।

কীভাবে এই বিদ্যুৎ বিপর্যয় থেকে বেরিয়ে আসা যায়, এখন সেই চেষ্টাই করা হচ্ছে। তবে খুব দ্রুত যে এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব, এমনটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।