ক্রিকেটখেলা

রাজস্থানকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস

×
Advertisement

শারজা: এবারের আইপিএলে প্রথম থেকেই দুরন্ত ফর্মে রয়েছে শ্রেয়াস আইয়ারের দল দিল্লি ক্যাপিটালস। প্রথম থেকেই প্রায় লিগ টেবিলের শীর্ষে রয়েছে এই দল, এমনটা বলাই যায়। শুক্রবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরশাহির শারজাতে রাজস্থান রয়্যালসকে 46 রানে হারিয়ে লিগ টেবিলে ‘ফার্স্ট বয়’ হওয়ার তকমা বজায় রাখল দিল্লি ক্যাপিটালস।

Advertisements
Advertisement

প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি 8 উইকেট হারিয়ে তুলেছিল 184 রান। ওপেনার এবং মিডল অর্ডারের কোনও ব্যাটসম্যানই সেভাবে ব্যাট হাতে সফল হতে পারেননি। এদিন দিল্লির হয়ে একমাত্র হেটমায়ার দলকে ভরসা যুগিয়েছেন। আর শেষ উইকেটে খেলতে নামা অক্ষর প্যাটেল সেই ভরসাকে আরও একটু বাড়িয়ে তুলেছিলেন। তবে ব্যাট হাতে হেটমায়ার এবং অক্ষর প্যাটেল ছাড়া সেভাবে কেউ সফল না হলেও বল হাতে জোফরা আর্চার যথেষ্ট সফলতা পেয়েছেন।

Advertisements

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে শিল্পা শেটি কুন্দ্রার দল। যেই সঞ্জু স্যামসনকে নিয়ে আইপিএলের শুরু থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে, সেই স্যামসনও কার্যত এদিন ‘সুপার ফ্লপ’ হয়েছেন। ব্যাট হাতে গোলাপি জার্সিতে কোনও ব্যাটসম্যানকেই দাঁড়াতে দেয়নি দিল্লির বোলাররা। অবশেষে দুই বল বাকি থাকতে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস। আর এর ফলে জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে আরও একবার উঠে এল দিল্লি ক্যাপিটালস।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button