জেলে কী কী করতেন রিয়া চক্রবর্তী? মুখ খুললেন রিয়ার আইনজীবি

গত ৭ ই অক্টোবর বাইকুল্লা জেল থেকে ছাড়া পেয়েছেন রিয়া চক্রবর্তী। ১ লক্ষ টাকা জামিনে মুক্তি পেয়েছেন রিয়া। কিন্তু সৌভিক এখনও জামিন পাননি। এদিকে রিয়ার জামিন প্রসঙ্গে তাঁর আইনজীবী জানান,…

Avatar

গত ৭ ই অক্টোবর বাইকুল্লা জেল থেকে ছাড়া পেয়েছেন রিয়া চক্রবর্তী। ১ লক্ষ টাকা জামিনে মুক্তি পেয়েছেন রিয়া। কিন্তু সৌভিক এখনও জামিন পাননি। এদিকে রিয়ার জামিন প্রসঙ্গে তাঁর আইনজীবী জানান, ” ছোট থেকেই সেনা বাহিনীর পরিবেশে বড় হয়ে ওঠার কারণে, যে-কোনও প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা করে লড়াই করার ক্ষমতা রিয়ার আছে। যাঁরা ওঁর দিকে অভিযোগের আঙুল তুলেছেন, ইমেজ নষ্ট করার চেষ্টা করেছেন, তাঁদের প্রত্যেকের মুখোমুখি হতে প্রস্তুত রিয়া।”

জেলে কী কী করতেন রিয়া চক্রবর্তী? মুখ খুললেন রিয়ার আইনজীবি

বাইকুল্লা জেলে নিয়মিত যোগা করতেন রিয়া, এমনকি নিজের শরীরের সার্বিক খেয়ল রাখতেন তিনি। এমনটাই জানালেন রিয়ার আইনজীবী। এদিকে, জেলের অন্যান্য আবাসিকদের জন্যে নিয়মিত যোগাসনের ক্লাসও নিতেন অভিনেত্রী।

জেলে কী কী করতেন রিয়া চক্রবর্তী? মুখ খুললেন রিয়ার আইনজীবি

করোনার সময় বাড়ি থেকে খাবার পৌঁছনো সম্ভব ছিল না, তাই জেলের রুটি ভাত ডাল খেতেন রিয়া। জেলের অন্যান্য আবাসিকদের সঙ্গে স্বাভাবিকভাবেই দিন কাটিয়েছেন।

জেলে কী কী করতেন রিয়া চক্রবর্তী? মুখ খুললেন রিয়ার আইনজীবি

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রিয়ার আইনজীবী জানান, “জেলে আমি রিয়ার সঙ্গে দেখা করতে যেতাম। বহু বছর বাদে আমি নিজে ব্যক্তিগতভাবে জেলে কোনও মক্কেলের সঙ্গে জেলে দেখা করতে গেলাম। ও জেলের ভিতর কী অবস্থায় রয়েছে সেটা নিজের চোখে দেখতে চেয়েছিলাম। দেখে ভাল লাগত, এত কিছুর পরও ভেঙে পড়েননি রিয়া। পজিটিভ থাকতেন। নিজের খেয়াল রাখতেন”