ভাইরাল & ভিডিও

জল খেতে গিয়েই ঘটল বিপদ! জলহস্তির তাড়া খেয়ে দৌড় লাগালো সিংহের দল (Viral Video)

×
Advertisement

প্রতিদিন প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় কিছু না কিছু ভাইরাল হতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ার পাতায় বর্তমান যুগে কোন কিছুই ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না। যদি কোন পোস্ট নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলে, তা ভাইরাল হতে বাধ্য। সেক্ষেত্রে সেই পোস্ট ইতিবাচক কিংবা নেতিবাচক যাই প্রভাব ফেলুক না কেন সেটি ভাইরাল হবেই।

Advertisements
Advertisement

তবে অনেকসময় এমন কিছু ঝলক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখে থাকি, যা হয়তো সচারচর আমাদের চোখে পড়ে না। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে নেটনাগরিকদের একাংশের মাঝে, যা খুব স্বাভাবিকভাবেই চোখ টেনেছে সকলের। কারণ এমন দৃশ্য হয়তো চিড়িয়াখানা গেলেও দেখা সম্ভব হবে না। রইল সেই ঝলক, দেখে নিন।

Advertisements

Advertisements
Advertisement

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে এক সিংহকে জলাশয়ের ধারে এসে জল খেতে দেখা গিয়েছে। পাড়ে বসে ছিল আরো দুই একটি সিংহ বা সিংহী। অন্যদিকে নিজের সন্তানদের নিয়ে জলাশয়ের মধ্যেই ঘুরে বেড়াচ্ছিল এক জলহস্তি। তবে হঠাৎ করেই এই জলহস্তি যা কান্ড ঘটালো, তা দেখে অবাক সকলেই। নিজের চোখে না দেখলে এমন দৃশ্য বিশ্বাস হবে না কারোরই।

জলাশয়ের ধারে জল খেতে খেতে সিংহ অনেকক্ষণ ধরেই নজর রাখছিল ছোট জলহস্তি গুলোর উপর। আর সেই বিষয়টি লক্ষ্য করে মা জলহস্তি। আর লক্ষ্য করা মাত্রই সুযোগ বুঝে হঠাৎ করেই জল থেকে উঠে গিয়ে ঐ সিংহের দলকে তাড়া করে মা জলহস্তি। পুরো ব্যাপারটি হঠাৎ হওয়ায় ভয় পেয়ে যায় সিংহের দলও। ঐ মুহূর্তে সেখান থেকে পালিয়েও যায় তারা। আর সেই দৃশ্যই ধরা পড়েছে ক্যামেরায়। উল্লেখ্য, একটি অফিসিয়াল ওয়াইল্ড লাইফ পেজ ‌থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল এই ভিডিওটি।

Related Articles

Back to top button