ভাইরাল & ভিডিও

কর্মচারীর জন্মদিন পালন করলেন আম্বানির ছেলে, কর্মচারী পা ছুঁতেই ক্ষিপ্ত নেটজনতা (VIDEO)

×
Advertisement

প্রায়ই মিডিয়ার পাতায় আম্বানি পরিবার কারণে অকারণে চর্চার আলোয় থাকেন। গোটা বিশ্বের দরবারে পরিচিতি রয়েছে এই পরিবারের। মুকেশ আম্বানি কিংবা নিতা আম্বানি থেকে থেকেই চর্চার আলোয় উঠে আসেন। তবে এবার একটি ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই চর্চিত তাদের পুত্র অনন্ত আম্বানি। উল্লেখ্য, খুব সম্প্রতি বড় বড় ব্যক্তিত্ব থেকে শুরু করে তারকাদের উপস্থিতিতেই নিজের মনের মানুষের সাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন তিনি। সেই ঝলকও মিলেছিল নেটদুনিয়ায়।

Advertisements
Advertisement

‘পাতিয়ালা পলিটিক্স’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছে অনন্ত আম্বানির এই ভিডিওটি। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই আম্বানি পুত্র নেটনাগরিকদের একাংশের মাঝে প্রশংসিত হয়েছেন। পাশাপাশি শুনেছেন একাধিক কটাক্ষজনক মন্তব্যও। কেন কটাক্ষের শিকার হলেন তিনি? কি দেখে ক্ষুব্ধ হলেন নেটজনতা?

Advertisements

Advertisements
Advertisement

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে অনন্ত আম্বানিকে নিজের এক কর্মচারীর জন্মদিন পালন করতে দেখা গিয়েছে। কেক কেটে ও অন্যান্য কর্মচারীদের উপস্থিতিতেই পালন করা হয়েছে তার জন্মদিন। মালিক কর্মচারীর এমন সাধারণ সম্পর্কের ধরন দেখে প্রশংসা করেছেন অনেকেই। কর্মচারীদের সাথে মিলেমিশে থাকার জন্য প্রশংসিত হয়েছেন অনন্ত আম্বানিও। তবে ভাইরাল হওয়া ভিডিওর একটি ঝলকে ঐ নির্দিষ্ট কর্মচারীকে অনন্ত আম্বানির পায়ে হাত দিয়ে নমস্কার করতে দেখা গিয়েছে। তবে ঐ কর্মচারীকে বয়সে তার থেকে বড় বলেই মনে হয়েছে। তিনি যে নিজের মালিককে শুধুমাত্র সম্মান দেওয়ার জন্যই এই কাজটি করেছেন, তা স্পষ্ট হলেও একাংশের পছন্দ হয়নি এই দৃশ্য। আর সেই সূত্র ধরেই নেটজনতার একাংশের কাছে কটাক্ষের শিকার অনন্ত আম্বানি।

Related Articles

Back to top button