Dance Video: ভোজপুরি গানে দুর্দান্ত কোমর নাচালেন দেশি ভাবী, সবার চোখ অন্যদিকে

Advertisement

Advertisement

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

Advertisement

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি নিতু শর্মা‌ নামের এক মহিলা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিতি অর্জন করেছেন নেটজনতার একাংশের মধ্যেও। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও হয়ে উঠেছে, সেকথা আর আলাদাভাবে বলার নয়। আর এক্ষেত্রে ইনস্টাগ্রাম অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।

Advertisement

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে নীতুকে জনপ্রিয় হিট ভোজপুরি গানের সাথেই কোমর নাচাতে দেখা গিয়েছে। এদিন ছাই রঙের সিল্কের শাড়ি ও সবুজ ব্লাউজেই ছিলেন তিনি। খোলা চুলে হালকা মেকাপে নিজের বাড়ির বারান্দাতেই বানিয়েছিলেন এই রিল। অবশ্য সেকথা ঝলকে নজর রাখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়াতেও নিতুর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তিনি যে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট সাবলীল, সেকথা তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হবে। আপাতত, নিজের এই সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে পুনরায় চর্চিত নিতু শর্মা।

Advertisement