Today Trending Newsদেশনিউজ

ডিএ বাড়ালেন অর্থমন্ত্রী, দেখুন কোন কর্মচারীদের বেতন কত বাড়বে – DA HIKE

Advertisement
Advertisement

পুজোর আগেই সুখবর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বেশ কিছু সময় ধরে সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগিরাও মহার্ঘ্যভাতা বৃদ্ধির অপেক্ষায় ছিলেন। এবার সেইসময় আগত, খুব শীঘ্রই মহার্ঘ্যভাতা বাড়াতে চলেছে সরকার। সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৪ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে বলেই মনে করা হচ্ছে। এটি যে সরকারি কর্মচারীদের কাছে বড় খবর কিংবা বলা ভালো বড় উপহার হতে চলেছে, তা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। এই মুহূর্তে এই কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধির খবর মিডিয়ার পাতায় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে একাংশের মাঝে। জেনে নিন বিস্তারিত।

Advertisement
Advertisement

ডিএ বৃদ্ধির সুখবর যে খুব শীঘ্রই ঘোষণা করা হবে, তেমনি তথ্য মিলছে। তাবে মহার্ঘ্যভাতার পাশাপাশি বাড়ানো হবে ফিটমেন্ট ফ্যাক্টর, যা বেশ বড় ব্যাপার হতে চলেছে সরকারি কর্মচারীদের কাছে। এক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৬০-৩ গুণ বৃদ্ধি হতে পারে বলেই মনে করা হচ্ছে। এমনকি কর্মচারীদের মূল বেতনও উল্লেখযোগ্য ভাবেই বৃদ্ধি পাবে। পুজোর আগে সেপ্টেম্বর মাসেই এই সুখবর পেয়ে খুশি অনেকেই।

Advertisement

৪ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি করা হবে বলেই জানা যাচ্ছে। অর্থাৎ সরকারি কর্মচারীরা ও পেনশনভোগীরা এতদিন ৪২ শতাংশ পর্যন্ত ডিএ পেতেন এবার থেকে সেটি ৪৬ শতাংশ হবে। সপ্তম বেতন কমিশন অনুসারে, প্রতি ৬ মাস অন্তর ডিএ বাড়ানো হয়। জানুয়ারি এবং জুলাই থেকেই সেগুলি কার্যকর হয়ে থাকে। এক্ষেত্রে এটি যে জানুয়ারি মাস থেকেই কার্যকর হতে পারে, সেটাই আশা করা হচ্ছে। উল্লেখ্য, এই মহার্ঘ্যভাতা বৃদ্ধি সুবিধা দেবে প্রায় এক কোটিরও বেশি পরিবারকে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button