দেশনিউজ

আগের থেকে বেড়েছে সুস্থতার হার, আশার কথা জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক

Advertisement
Advertisement

নয়াদিল্লি: করোনা সংক্রমণের সর্বোচ্চ পর্যায় সেপ্টেম্বরেই পেরিয়ে এসেছে ভারত৷ ভারতে আগের তুলনায় কমেছে করোনার হার আর সেই দিককেই আশার আলো হিসেবে দেখছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ গত ২৪ ঘন্টায় নতুন করে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪,৪৪২ জন এবং মৃত্যু হয়েছে ৯০৩ জনের। দেশে মৃত্যুর হার ১.৫৫ শতাংশ। তবে আগের থেকে সুস্থতার হার বেড়েছে।

Advertisement
Advertisement

কিন্তু করোনা থাবা কমানো সম্ভব হয়নি। কারন আনলকে প্রচুর মানুষ আবার বাইরে ঘুরে বেড়াচ্ছেন। সারা দেশে এখনও পর্যন্ত ৫৪.৮৬ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। যেখানে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৬,৭৩৭ জন। করোনার মাঝে এটাই আশার খবর সারা দেশে সুস্থতার হার ৮৪.৩৪%।

Advertisement

করোনার জেরে ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তানিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে ১৭ থেকে ৩০ সেপ্টেম্বর ১৪ দিনের ওই সময়ে ৭ দিনের নিরিখে প্রতিদিন করোনা পজিটিভের সংখ্যা ৯৩ হাজার থেকে কমে ৮৩ হাজার হয়েছে৷ প্রতিদিন গড়ে টেস্টের সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার থেকে ১ লক্ষ ২৪ হাজার হয়েছে৷

Advertisement
Advertisement

অর্থমন্ত্রক ইতিমধ্যেই জানিয়েছে, “সারা ভারতে করোনা সংক্রমণের হার কমার এই প্রবণতায় ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে ফের উঠেপড়ে লাগার সময় হয়েছে৷ এর জন্য সংক্রমণ আরও কমাতে সবাই দয়া করে সতর্কতা বিধি মেনে চলুন৷”

 

 

 

Advertisement

Related Articles

Back to top button