খাওয়া -দাওয়াজীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

স্বাদে ও গুণে ভরপুর ফল নারকেল! জেনে নিন নারকেলের উপকারিতা

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : বারোমেসের ফল নারকেল স্বাদে ও গুণে ভরপুর। এই ফল কে কাঁচা অবস্থায় বলা হয় ডাব। আর পাকা অবস্থায় একে নারকেল বলা হয়। নারকেল থেকে অনেক সুস্বাদু খাবার তৈরি করা যায়। নারকেলের জলও অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর।

Advertisement
Advertisement

বিভিন্ন উৎসবে নারকেল দিয়ে নাড়ু, সন্দেশ, পিঠে – পুলি, পায়েস আমরা তৈরি করে থাকি। নারকেলে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে। প্রতি ১০০ গ্রাম নারকেলের মধ্যে আছে ৩৩ গ্রাম ফ্যাট, ১৫ গ্রাম কার্বোহাইড্রেট, ২০ মিলিগ্রাম সোডিয়াম, ৩৫৪ ক্যালোরি, ৩৩ গ্রাম প্রোটিন। এছাড়াও এতে ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম ও আয়রন রয়েছে।
তাহলে জেনে নিন নারকেল কি কি উপকারে আসে-

Advertisement

১) হার্ট ভালো রাখে:- নারকেল রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দিতে সাহায্য করে। ফলে হার্ট থাকে সুস্থ।

Advertisement
Advertisement

২) চুল ভালো রাখে:- চুলের জন্য নারকেল তেল খুবই উপকারী। নিয়মিত নারকেল তেল মাথায় মাখলে চুলের খুশকি ও চুল পড়া বন্ধ হয়।

৩) ত্বক কোমল করে:- নারকেল তেল ত্বকের বলিরেখা দূর করে। নারকেল তেল ত্বকের আর্দ্রতা কে ধরে রেখে ত্বককে কোমল করে।

৪) শক্তি যোগায়:- নারকেল তেল শরীরের ক্লান্তি দূর করে শক্তি যোগাতে সক্ষম।

৫) ওজন কমায়:- নারকেল শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। নারকেল অল্প ক্যালরিতেই শরীরে শক্তি যোগাতে সক্ষম। নারকেল খেলে সহজে খিদেও লাগেনা তাই ওজন কমাতে এটি সাহায্য করে।

৬) দাঁত ও হাড় ভালো রাখে:- নারকেলের মধ্যে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁতকে ভাল রাখে।

৭) হজমে সাহায্য করে:- নারকেল হজমে সাহায্য করে।

৮) ইনসুলিন নিয়ন্ত্রণে রাখে:- নারকেল রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফলে ডায়াবেটিসের সমস্যা কমে।

এছাড়া লিভারের যেকোনো সমস্যাতেই নারকেলের দুধ ভালো কাজ দেয়। নিয়মিত নারকেল খেলে ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়।

Advertisement

Related Articles

Back to top button