জীবনযাপন

লক্ষ্মীপুজোয় এই কাজগুলো অবশ্যই করুন, ধনসম্পদে ভরে উঠবে আপনার বাড়ি

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : এবছরের মতো বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজো শেষ। এবার পালা মা লক্ষ্মীর। আগামীকাল অর্থাৎ রবিবার এবছরের লক্ষ্মী পুজো পড়েছে। দুর্গা পুজোর পর প্রথম পূর্ণিমা তিথিতে এই পুজো হয়, সমস্ত সনাতন বাঙালি ঘরে। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রতিটা পরিবার। দেবী লক্ষ্মীর আরাধনা করার সময় কিছু বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হয়, নাহলে দেবী লক্ষ্মী খুবই রুষ্ট হন। দেখে নিন কি সেই কাজগুলো-

Advertisement
Advertisement

১. মা লক্ষ্মী লাল বা গোলাপী ফুলে খুব সন্তুষ্ট হন। তাই মা লক্ষ্মীর পুজোয় জবা বা পদ্ম ফুল ব্যবহার করুন। কোনো সাদা ফুল একদমই ব্যবহার করবেন না।

Advertisement

২. লক্ষ্মী পুজোয় তুলসীপাতা ব্যবহার করতে নেই। তাই তুলসীপাতা ব্যবহার করা থেকে সতর্ক থাকুন।

Advertisement
Advertisement

৩. লক্ষ্মী পুজোয় কাঁসর, ঘন্টা বাজাতে নেই।

৪. মা লক্ষ্মী কড়িতে খুবই সন্তুষ্ট হন। তাই বাজার থেকে বাছাই করে ভালো কড়ি কিনুন।

৫. লোহার তৈরি কোনো বাসন লক্ষ্মী পুজোয় ব্যবহার করা যাবে না। কাঠের বা পিতল, কাঁসার বাসনপত্র ব্যবহার করুন।

৬. কালো বা সাদা বস্ত্রের ওপর মায়ের মুর্তি স্থাপন করবেন না৷

৭. এই দিন যদি পারদের লক্ষ্মী মুর্তি বাড়িতে স্থাপন করতে পারেন তাহলে সুখ, সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার বাড়ি।

৮. লক্ষ্মীপুজোর দিন বাড়িতে স্ফটিকের শ্রীযন্ত্রম স্থাপন করতে পারলে খুবই ভালো হয়। বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি চলে যায়। মা লক্ষ্মীর পাদুকাও স্থাপন করা যেতে পারে।

৯. পুজোর সময় ধুপ, প্রদীপ অবশ্যই মায়ের ডানদিকে রাখবেন।

Advertisement

Related Articles

Back to top button