আন্তর্জাতিকনিউজ

ব্যর্থ চিন, লক্ষ্যে পৌঁছতে পারল না রিমোট সেন্সিং স্যাটেলাইট মিশন

Advertisement
Advertisement

চিনঃ নির্দিষ্ট কক্ষপথেই পৌঁছতে পারল না চিনের অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট “জিলিন-১ গাওফেন ০৩সি”। রাত ১টায় এই লঞ্চ প্যাড পাঠানো হয়।  কুয়াইঝাও-১ এ লঞ্চ প্যাড থেকে সফলভাবে উত্ক্ষেপণ করা হলেও তা সফল ভাবে পৌছায়নি।

Advertisement
Advertisement

কিন্তু কি কারণে এমনটা হয়েছে তা জানা না গেলেও প্রযুক্তিগত সমস্যার কারণকে প্রধান কারণ হিসেবে ধরছে চিন। ইতিমধ্যেই এই মিশনের ব্যর্থতা নিয়ে একাধিক প্রতিবেদন প্রাকশিত হলেও, চিনের কাছে এই ব্যর্থতা  নতুন উদ্বেগের কারণ বলে মনে করছেন অনেকেই।

Advertisement

লঞ্চপ্যাড থেকে সফল উত্ক্ষেপনের পরও এই স্যাটেলাইট মাঝপথে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে কিন্তু তারপরেই ফের স্যাটেলাইট অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তার ফলে শেষপর্যন্ত আর নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে পারেনি এই স্যাটেলাইট। ইতিমধ্যেই চিনের বিজ্ঞানীরা এই স্যাটেলাইটের ত্রুটি খতিয়ে দেখতে শুরু করেছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button