দেশনিউজ

তারিখ পে তারিখ, দোষীদের ফাঁসি পিছিয়ে যাওয়ায় ব্যাঙ্গ করে বললেন ‘দামিনী’র ডায়লগ

Advertisement
Advertisement

নির্ভয়াকাণ্ডের দোষীদের মঙ্গলবার ফাঁসির নির্দেশ থাকলেও ২৪ ঘন্টা আগেও সংশয় থাকে, শেষ মুহূর্তে জানা যায় ‘পরবর্তী নির্দেশ পর্যন্ত’ মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিয়েছে দিল্লির পাটিওয়ালা কোর্ট। নির্ভয়া কাণ্ডের চার দণ্ডিতদের মধ্যে তিন জনের সমস্ত আইনি জটিলতা শেষ হয়ে যাওয়ায় আর ফাঁসি নিয়ে সমস্যা না থাকলেও বাকি পবন গুপ্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আবেদন করেছে।

Advertisement
Advertisement

তবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি রাষ্ট্রপতি ভবন। নির্ভয়ার খুনিদের ফাঁসি বারবার ফাঁসি পিছিয়ে যাওয়ায় অনেকেই ক্ষুব্ধ।
এর আগেও ২ বার ফাঁসির তারিখ দেওয়া হয়েছিল৷ প্রথম পরোয়ানায় ফাঁসির তারিখ ছিল ২২ জানুয়ারি, তার পর দ্বিতীয় পরোয়ানায় সেই তারিখ করা হল ১ ফেব্রুয়ারি। তার পর করা হল ৩ মার্চ, ৩ মার্চ অর্থাৎ মঙ্গলবার সকাল ছটায় ২০১২ সালে ধর্ষণকাণ্ডে দোষী অক্ষয় সিং ঠাকুর, মুকেশ কুমার সিং,পবন কুমার গুপ্তা ও বিনয় শর্মার ফাঁসির নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।

Advertisement

আরও পড়ুন : ফের স্থগিতাদেশ, আগামীকাল ফাঁসি হচ্ছে না নির্ভয়াকান্ডে অপরাধীদের

Advertisement
Advertisement

সেই নির্দেশও স্থগিতাদেশ দেওয়ায়, বারবার তারিখ দিয়ে যাওয়ায় ক্ষুব্ধ বলিউডের অভিনেতা ঋষি কাপুর। ১৯৯৩ সালে ঋষি কাপুর, মীনাক্ষি শেষাদ্রি, অমরেশ পুরি, সানি দেওল অভিনীত দামিনীনছবির বিষয়বস্তুও কিছুটা এরকমই ছিল। দামিনী তার বড়লোক শ্বশুরবাড়ির লোকেদের কাছে গণধর্ষিতা হয়। দিনের পর দিন লড়াইয়ের পর দামিনীর জয় হয়। কিন্তু এক্ষেত্রে নির্ভয়ার জয় কবে হবে, কবে নির্ভয়ার মায়ের অপেক্ষা শেষ হবে, দোষীরা শাস্তি পাবে তা বোঝা যাচ্ছে না।

Advertisement

Related Articles

Back to top button