নিউজরাজ্য

রাজ্যজুড়ে তাপপ্রবাহের সর্তকতার মধ্যে বিরাট আপডেট আবহাওয়া দপ্তরের, কি বলছে আলিপুর

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিহার সিকিম এবং বাংলায় তাপপ্রবাহের সর্তকতা রয়েছে

Advertisement

গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও বঙ্গবাসীকে একেবারে নাজেহাল হতে হচ্ছে তীব্র দহন জ্বালায়। রাজ্যজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত। বিহার সিকিম এবং বাংলায় তাপপ্রবাহের বড় সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে গরম বাড়বে বলে জানানো হয়েছে। তার পাশাপাশি দার্জিলিংয়ের সমতলের এলাকাতে তাপ প্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু বইবে। অন্যদিকে ঘাম প্যাচপ্যাচে অস্বস্তি থাকবে। জলীয় বাষ্প বেশি থাকার কারণে গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকতে পারে। কলকাতা এবং উপকূলবর্তী জেলাগুলিতে আদ্রতা জনিত অস্বস্তি অনেক বেশি থাকতে চলেছে। পশ্চিমের জেলাতে কিছুটা শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে আবহাওয়া এবং লু পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। শুধুমাত্র দিনের বেলা নয় রাতের বেলা ঘুমোতে যাবার সময় এবং ঘুম থেকে উঠে ভোর বেলাতে অস্বস্তি থাকবে। রবিবার পশ্চিম বর্ধমান মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে তাপপ্রবাহ চলেছে। আগামী কয়েকদিন তাপপ্রবাহের পরিস্থিতি এবং চরম অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং হুগলি জেলায়।

রবিবার বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য হলেও পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতা হাওড়া হুগলী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। উত্তরবঙ্গে দার্জিলিংয়ের সমতল অংশে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং এর সমতল এলাকার কিছু অংশে তাপপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

রবিবার উত্তরবঙ্গের মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং এর সমতল অংশ, জলপাইগুড়ি মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে, তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। রবি সোম এবং মঙ্গলবার দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বুধবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। গরম বাড়বে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।

Related Articles

Back to top button