ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Jio এবং Airtel এর ঘুম উড়িয়ে দিল BSNL, খুব কম টাকায় পেয়ে যান ৮৪ দিনের জন্য বাম্পার সুবিধা

জিও এবং এয়ারটেলের বিপরীতে bsnl এর চালু করা এই দুর্দান্ত অফার আপনার অবশ্যই গ্রহণ করা উচিত

Advertisement
Advertisement

আজকের দিনে ভারতে যখনই কোন টেলিকম কোম্পানির ব্যাপারে আলোচনা করা হয় তখনই যে নামটা সবার আগে মানুষের মাথায় আসে সেটা হল রিলায়েন্স জিও এবং এয়ারটেল। কিন্তু এই দুটি টেলিকম সংস্থা ছাড়াও আরো কিছু টেলিকম সংস্থা ভারতে কাজ করছে এখনো। সেরকমই একটি বড় টেলিকম সংস্থা হল বিএসএনএল। আপনারা হয়তো অনেকেই জানেন ভারত সঞ্চয় নিগম লিমিটেড আবার নতুনভাবে আত্মপ্রকাশ করেছে তার বেশ কিছু আকর্ষণীয় প্লানের মাধ্যমে। দেশের দুটি বড় সংস্থার বিপরীতে এবারে বিএসএনএল এমন একটি প্ল্যান নিয়ে এসেছে যা সকলের হৃদয় এবং মনে রাজত্ব করছে। দেশের সরকারি টেলিকম সংস্থা bsnl তার ব্যবহারকারীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে বলা যেতে পারে।

Advertisement
Advertisement

আমরা আজকে বিএসএনএল কোম্পানির একটি প্রিপেড প্ল্যান সম্পর্কে কথা বলতে চলেছি যা দেখে আপনারাও একেবারে চমকে যাবেন। এই প্রিপেড প্ল্যান এর দাম খুব একটা বেশি নয় এবং অনেক সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এই প্রিপেড প্ল্যান এর সঙ্গে। বিএসএনএলের এই প্ল্যান এর দাম ৬০০ টাকার কম এবং এখানে আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন যা অন্যান্য কোম্পানি আপনাকে দেয় না।

Advertisement

বিএসএনএল কোম্পানির ৫৯৯ টাকার প্রিপেড প্লেনে আপনি বেশ কিছু অফার পেয়ে যাবেন। এর মধ্যে অন্যতম হলো ৮৪ দিনের বৈধতা এবং প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট। এর সাথেই আপনি প্রতিদিন ১০০ টি করে এসএমএস করতে পারবেন এবং আনলিমিটেড কলিং এর সুবিধা পেয়ে যাবেন। আপনারা এই প্ল্যান গ্রহণ করলে আপনাদের প্রতিদিন খরচ করতে হবে মাত্র তিন টাকা করে। যদি আমরা মাসিক খরচের কথা বলি তাহলে হবে ২০০ টাকা। তাই সময় নষ্ট না করে শীঘ্রই এই প্ল্যান আপনার গ্রহণ করা উচিত।

Advertisement
Advertisement

তবে এই ৫৯৯ টাকার প্ল্যান যদি আপনার কাছে বেশি দামের প্লান মনে হয়, তাহলে বিএসএনএল আপনাদের জন্য আরো একটি প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে যেখানে আপনি আরো বেশি সুবিধা পেয়ে যাবেন। এই প্ল্যান হলো ২২৯ টাকার প্ল্যান এবং এখানে আপনি ৩০ দিনের বৈধতা পেয়ে যাবেন। এখানে আপনি প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন এবং প্রতিদিন পেয়ে যাবেন ১০০ টি করে এসএমএস করার সুবিধা। ডাটা সীমা শেষ হয়ে যাওয়ার পরে আপনি ৪০ কেবিপিএস গতিতে ইন্টারনেট চালানোর সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ সেই সময় আপনি whatsapp করতে পারবেন। অন্যান্য অ্যাপ্লিকেশন হয়তো আপনি ব্যবহার করতে পারবেন না।

Advertisement

Related Articles

Back to top button