কেন্দ্রীয় কর্মচারীরা খুব তাড়াতাড়ি বড় খবর পেতে পারেন। চলতি বছরের ১ জুলাই থেকে কর্মচারীদের ভাতা কার্যকর করা হয়েছে। তবে এখন পরবর্তী ভাতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর দুটি কারণ রয়েছে। এআইসিপিআই ইনডেক্স ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তবে এটাই চূড়ান্ত বৃদ্ধি নয়। এর জন্য অপেক্ষা করতে হবে ২০২৪ সাল পর্যন্ত। কারণ, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মুদ্রাস্ফীতি সূচকের সংখ্যাই নির্ধারণ করবে আগামী বছরে ডিএ কতটা বাড়বে।
২০২৪ সালের মহার্ঘ ভাতা নিয়ে আলোচনার দ্বিতীয় প্রধান কারণ হল ৫০ শতাংশ ডিএ। কারণ, এমনটা হলেই তা শূন্য করার বিধান রয়েছে। আগামী বছর লোকসভা নির্বাচন রয়েছে। অতএব কর্মচারীদের একটি বড় উপহার দিতে পারে কেন্দ্র সরকার। ৫০ শতাংশ মহার্ঘ ভাতা থাকলে তা বেসিকের সঙ্গে একীভূত করার নিয়ম রয়েছে। এমনটা হলে কর্মীদের বেতনে ন্যূনতম ৯০০০ টাকা বৃদ্ধি হতে পারে।
জুন পর্যন্ত সংখ্যার ভিত্তিতে মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানো হয়েছে। সে সময় মোট ডিএ স্কোর ছিল ৪৬ দশমিক ২৪ শতাংশ। এখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের সংখ্যাই নির্ধারণ করবে ২০২৪ সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা কতটা বাড়বে। বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালের জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে।
মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তা শূন্যে নামিয়ে আনা হবে এবং মূল বেতন অর্থাৎ ন্যূনতম বেতনের সঙ্গে ৫০ শতাংশ পর্যন্ত অর্থ যোগ করা হবে। ধরুন একজন কর্মচারীর মূল বেতন ১৮০০০ টাকা, তাহলে সে ৫০ শতাংশ ডিএ সহ ৯ হাজার টাকা পাবে। তবে ৫০ শতাংশ ডিএ থাকলে তা মূল বেতনের সঙ্গে যুক্ত হবে এবং মহার্ঘ ভাতা আবার শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে, তারপর মূল বেতনের সঙ্গে যোগ হবে ৯ হাজার টাকা।