জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

মহিলাদের ক্রমেই বেড়ে চলেছে ব্রেস্ট ক্যান্সার। এই ক্যান্সারের দশটি লক্ষণ জেনে রাখুন।

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : বর্তমানে প্রায় প্রতিটি মহিলার মধ্যেই দেখা যাচ্ছে ব্রেস্ট ক্যান্সার। বিশেষ করে ভারতীয় মহিলাদের মধ্যে। ৩০ থেকে ৪০ বছর বয়সী মহিলাদের এই রোগের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। তবে এই রোগটি প্রথমেই ধরা পড়লে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। দেখে নিন এই রোগের লক্ষণগুলি-

Advertisement
Advertisement

১) এই রোগের প্রাথমিক লক্ষণ হলো স্তনের ত্বক খসখসে হয়ে যাওয়া। তাই স্তনের উপর ভালভাবে লক্ষ্য রাখবেন। এবং কিছু লক্ষণ দেখতে পেলেই চিকিৎসকের পরামর্শ নেবেন।

Advertisement

২) বেশিরভাগ মহিলাদের স্তনে কিছু ক্যানসারাস ও কিছু নন-ক্যানসারাস লাম্প থাকে। এই লাম্প গুলি স্তনবৃন্তের আশেপাশে থাকে। এগুলি যদি টিপে দেখেন শক্ত লাগছে বা অবস্থান পরিবর্তন করছে না তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।

Advertisement
Advertisement

৩) স্তনে যদি কোনো ফোলাভাব থাকে বা লাল ভাব থাকে তাহলে তা হতে পারে টিউমারের লক্ষণ।

৪) স্তন ক্যান্সারের লক্ষণে কখনও কখনও চুলকানির অনুভূতি হয়। অনেক সময় স্তনের নিপল থেকে হালকা হালকা রস বের হয়। এমন লক্ষণ দেখলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন।

৫) অনেক সময়ই বেস্ট ক্যান্সার হলে কাঁধ বা হাড়ের ব্যথা হতে পারে।

৬) স্তনের লাম্প ছোট বা বড় আকারের হয়। বিছানায় শোবার সময় বা অন্তর্বাসের পরে যদি ব্যথা অনুভূত হয় তাহলে চিকিৎসকের কাছে যান।

৭) স্তনের আকার পরিবর্তনও কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে। তাই এমন কিছু চোখে পড়লে পরীক্ষা করিয়ে নিন।

৮) স্তন ক্যান্সারের লক্ষণ- কখনো কখনো স্তনবৃন্ত থেকে দুধের মত রস বের হয়।

৯) স্তন ক্যান্সার হলে স্তনবৃন্ত কখনো কখনো চ্যাপ্টা হয়ে যায় বা বেঁকে যায়।

১০) স্তনবৃন্ত স্পর্শ করলে যদি কোনো অনুভূতি না হয় তাহলে বুঝতে হবে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে।

Advertisement

Related Articles

Back to top button