দেশনিউজ

ফের বিস্ফোরণের কবলে আসামের বাঘজান তৈলখনি, আহত অন্তত ৬ জন

গত ২৭ মে থেকে এই তেল খনি থেকে ক্রমাগত তেল এবং প্রাকৃতিক গ্যাস নির্গমন হচ্ছে। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যাচ্ছে। 

Advertisement
Advertisement

ফের প্রবল বিস্ফোরণ ঘটল অসমের গুরুত্বপূর্ণ তেল খনি বাঘজান-এ। এই দুর্ঘটনার জেরে অন্তত ৬ জন জখম হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ৩ জন ভারতীয় ও ৩ জন বিদেশি ছিলেন। বিদেশিরা সিঙ্গাপুরের বাসিন্দা। আহতদের ডিব্রুগড় হাসপাতালে পাঠানো হয়েছে। গত ২৭ মে থেকে এই তেল খনি থেকে ক্রমাগত তেল এবং প্রাকৃতিক গ্যাস নির্গমন হচ্ছে। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যাচ্ছে।

Advertisement
Advertisement

Advertisement

চারিদিকে কালো ধোঁয়াতে ঢেকে গেছে। বুধবার প্রবল বিস্ফোরণ ঘটাতে নতুন করে আগুন ছড়ায়। এই বছর জুন মাসে বাঘজান তেল খনিতে আগুন লেগেছিল। যার ফলে প্রচুর বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। অনেক গাছপালা, ফসল ও ঘরবাড়ি নষ্টতো হয়ে যায়। এই দুর্ঘটনার পরেই তিনসুকিয়া এলাকার বাসিন্দারা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে সরব হয়েছেন।

Advertisement
Advertisement

প্রসঙ্গত, অসমে প্রবল বন্যাতে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। চারিদিকে শুধু জল আর জল। মারা গেছেন প্রায় ১০০ জনের কাছাকাছি মানুষ। এর মধ্যে তো করোনা মহামারীর দাপট রয়েছেই। এবার আবার তৈলখনিতে বিস্ফোরণ। যার ফলে সব দিক থেকেই আসামবাসীর মনে তীব্র আশঙ্কা তৈরী হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button