নিউজপলিটিক্সরাজ্য

“বাংলা নিজের মেয়েকেই চায়, পিসিকে নয়”,শাসক শিবিরের স্লোগানের পালটা খোঁচা বিজেপির

তৃণমূলের স্লোগানকে পাল্টা খোঁচা গেরুয়া শিবিরের। বাংলার গেরুয়া শিবিরের এক ফেসবুক পোস্টে বিজেপি দাবি করেছে,'বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয়।"

Advertisement
Advertisement

বাংলায় এখন পুরোদস্তর ভোটের উত্তেজনা। স্লোগানের উত্তরে স্লোগানে রীতিমতো সরগরম বাংলার রাজনৈতিক আবহ। এমন অবস্থাতে কিছু দিন আগেই শোনা গিয়েছে শাসক শিবিরের নতুন স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। আগেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে ‘বহিরাগত’ তাস খেলা হয়েছে শাসক শিবিরের পক্ষ থেকে। গেরুয়া শিবির জিতলে যারাই ক্ষমতায় থাকুক না কেন, বকলমে বাংলা চালাবে নাগপুরই। শাসক শিবিরের এই খোঁচা নতুন নয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডাদের বাংলায় বারবার প্রচারে আসাকে কটাক্ষ করেও পদ্ম শিবিরকে বিধতে গিয়েছে বাংলার শাসক শিবির। এই সম্প্রসারণ দেখা গিয়েছে নতুন স্লোগানে।

Advertisement
Advertisement

এইবার সেই স্লোগানকে পাল্টা খোঁচা গেরুয়া শিবিরের। বাংলার গেরুয়া শিবিরের এক ফেসবুক পোস্টে বিজেপি দাবি করেছে,’বাংলা তার মেয়েকেই চায়, পিসিকে নয়।” তার সাথে গেরুয়া শিবিরের কিছুজন নেত্রীর ছবিও দেওয়া হয়েছে। তাদের অন্যতম দেবশ্রী চৌধুরী, লকেট চট্টোপাধ্যায় , রূপা গাঙ্গোপাধ্যায়, ভারতী ঘোষ ইত্যাদি। এদিকে শনিবার শাসক শিবিরের ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prasanta Kishore) একটি টুইটে দাবি করেছেন আবার বঙ্গকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) বাংলার মানুষ মসনদে দেখতে চান।” তার সাথে ‘বাংলা নিজের মেয়েকে চাই লেখা কার্ড ও শেয়ার করেছেন তিনি।

Advertisement

এরই পাশাপাশি রাজ্যে আট দফা ভোটের সিদ্ধান্তকে কেন্দ্র করেও তৃণমূল-বিজেপি সংঘাত দেখা গিয়েছে। শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়ে দিয়েছেন, রাজ্যে আট দফায় ভোটগ্রহণ হবে। কার্যত এই সিদ্ধান্তের সমালোচনা করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। তাকে প্রশ্ন করতে শোনা যায়, তামিলনাডুর মতো রাজ্যে যেখানে ২৪০ আসনে নির্বাচন হবে, সেখানে এক দফায় ভোট। কিন্তু বাংলার ক্ষেত্রে কেন আট দফায় ভোট নেওয়া হবে? তার স্পষ্ট ইঙ্গিত ছিল, বিজেপির অঙ্গুলি হেলনেই এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button