কৌশিক পোল্ল্যে: তার নাম শুনলেই বাঙালি যুবকদের মনের কোনে উষ্ণস্রোত বয়ে যায় বইকি। এই বাংলার সঙ্গেই তার যে নাড়ির সম্পর্ক। বলিউডে যে সমস্ত বাঙালি অভিনেত্রীরা ট্রেন্ড সেট করতে সক্ষম হয়েছিলেন, বিপাশা তাদের মধ্যে অন্যতম। সুন্দর ফিগারের এই বঙ্গতনয়া বলিউডে ‘নো এন্ট্রি’ গার্ল নামেই বহুল পরিচিত। যদিও তাকে ঘিরে বিতর্কের শেষ নেই। অভিনেত্রী করিনা কাপুরের সঙ্গে তার চরম ক্যাটফাইট সেসময়ের হেডলাইনে জায়গা করে নেয়। ফিল্মের সেটে আচমকাই করিনা তাকে চড় মারেন এবং কুৎসিত মন্তব্য করে তাকে ‘কালি বিল্লি’ সম্বোধন করেন। এর বহুবছর পরে অবশ্য সম্পর্কের উন্নতি হয়, তখন দুজনের মাখোমাখো ভাবের একটি ছবি আবারো বিতর্কের সৃষ্টি করে। ছবিটিতে তারা একে অপরকে প্রকাশ্যে লিপকিস করেছেন যা দেখে তাদের সম্পর্ক নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই।
এরপর তার ব্যক্তিগত প্রেমের সম্পর্ক তো রয়েছেই। দীর্ঘ আট বছর অভিনেতা জন আব্রাহামের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকার পর, হঠাৎই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন তিনি, এই খবরে যুগলের ফ্যানসরা খুবই হতাশ হয়ে পড়েন। এরপর ইন্ডাস্ট্রিরই আর এক অভিনেতা করন সিং গ্রোভারকে বিয়ে করেন তিনি। এখন অবশ্য সুখেই আছেন এই যুগল, যা জানা তাদেরই সোশ্যাল পোস্ট থেকে।
আরও পড়ুন : লাল পোশাকে হট লুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইয়ামি গৌতমের এই ছবি
সামাজিক মাধ্যমে নিজেদের অন্তরঙ্গ ছবি প্রায়শই পোস্ট করেন এই দম্পতি। সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন এনারা, এবং সেখান থেকেই বেশ কিছু ছবি নজর কেড়েছে পাপারাজিদের। তার রেশ কাটতে না কাটতেই সমুদ্র থেকে বিপাশার আরও একটি ছবি প্রকাশ্যে এল। কালো বিকিনিতে সমুদ্রসলীলে ডুবে সূর্যের স্নিগ্ধ রোদ উপভোগ করছেন তিনি। এই ছবি আরও একবার দেখতে হলে অবশ্যই নীচের পোস্টটি লক্ষ্য করুন।
View this post on Instagram