আগামীকাল কলকাতায় আসছেন অমিত শাহ, CAA নিয়ে সভা শহীদ মিনারে
দিল্লির অশান্তি শেষ হতে না হতেই ফের সিএএ-র সমর্থনে শহীদ মিনারে সভা করতে আসছেন অমিত শাহ। কাল সকাল ১১ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন অমিত শাহ। তারপর সেখান থেকে সকাল সাড়ে ১১ টা নাগাদ রাজারহাটে এনএসসি-র অনুষ্ঠানে যাবেন। আর সি এ এ নিয়ে দুপুর ২.৩০ নাগাদ শহীদ মিনারে সভা করবেন। সভা শেষ করে বিকেলে যাবেন কালীঘাটে। সেখানে গিয়ে মায়ের পুজো দেবেন। পুজো শেষ করে তিনি রাজারহাটে বিজেপির জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকের পর বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের মূল লক্ষ্য হল আসন্ন পুরসভা ভোট। সেখানে নতুন নানা কর্মসূচী নিয়ে কথা হবে। ভোটের আর ৬ মাস বাকি সুতরাং এই সময়ে বিজেপি নতুনভাবে কাজ করবে। “আর নয় অন্যায়” এই কর্মসূচী নিয়ে আগামী ৬ মাস কয়েক কোটি মানুষের বাড়ীতে পৌঁছাবে বিজেপি।
সেখানে গিয়ে তৃনমূলের বিরুদ্ধে বিভিন্ন চার্জশিট পেশ করবে বিজেপি সরকার। সুতরাং অমিত শাহ-র এই সভা এবং বৈঠক পুরভোটের আগে বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ। এরপর রাত ৯ টায় কলকাতা থেকে দিল্লি ফিরে যাবেন। অমিত শাহ-র সভা নিয়ে সুজন চক্রবর্তী জানিয়েছেন,”আইন কানুন ভেঙে মাইক লাগানো হচ্ছে, অন্য কেউ করতে পারবে না। অমিত শাহ করতে পারবেন, তৃনমূল করতে পারবে। এরপর কালীঘাটে যাবেন। দুই দলের সব যৌথ কাজ হবে”।
আরও পড়ুন : রাজ্যসভায় টিএমসি প্রার্থী হিসেবে উঠে এলো প্রশান্ত কিশোরের নাম, জল্পনা তুঙ্গে
আর রাহুল সিনহা জানিয়েছেন,” বাম-কংগ্রেসের ওই নাটক নিয়ে, ওদের এইসব বাড়াবাড়ি নিয়ে আমরা চিন্তিত নই, আমরা আমাদের মিটিং চালাব। যদি কোথাও বাধা পড়ে সেই বাধা কি করে অতিক্রম করতে হয় তা আমাদের কার্যকর্তারা জানেন, আমরা জানি।” তিনি আরও বলেছেন যে সরাসরি বাধা আসলে কি করতে হবে সেটা তারা ভাল ভাবে জানেন। সুতরাং তাদের চিন্তা নেই। অর্থাৎ অমিত শাহ-র এই বৈঠক রাজ্য বিজেপির কাছে একটা বড় হাতিয়ার হবে সেটা বোঝাই যাচ্ছে।