নিউজদেশ

Ration Card নিয়ে বড় খবর! এক্ষুনি সেরে ফেলুন এই কাজ, নাহলে পরের মাসে থেকে রেশন বন্ধ হবে

আধারের সঙ্গে রেশন কার্ড লিংক করার শেষ তারিখ ৩০ শে সেপ্টেম্বর ২০২৩

Advertisement
Advertisement

করোনা মহামারীর পর থেকেই কেন্দ্র সরকার দেশবাসীর জন্য রেশন ব্যবস্থা আরো উন্নত করার পরিকল্পনা নিয়েছে। আপনি যদি সরকারের রেশন ব্যবস্থার সুবিধা নিয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জানিয়ে রাখি যে এবার আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে। এই আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক না করলে আপনি আর রেশন পাবেন না। তবে এই আধার ও রেশন কার্ড লিঙ্কের সময়সীমা বাড়িয়েছে সরকার। আগে এই লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার এবার আধারের সঙ্গে রেশন কার্ড লিংক করার সময়সীমা বাড়িয়ে শেষ তারিখ করেছে ৩০ শে সেপ্টেম্বর ২০২৩। ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও জনবণ্টন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকার এই আধার এবং রেশন কার্ড লিংক করাতে চায় কারণ তারা রেশন ব্যবস্থায় কার্ডের অপব্যবহার এবং রেশন কার্ড সংক্রান্ত সমস্ত ঝামেলার অবসান করতে চায়। ডিজিটাইজেশনের দায়িত্বে থাকা খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের উপসচিব নেত্রা মানকেম বলেছেন যে মহারাষ্ট্রে ২.৫৬ কোটি রেশন কার্ডধারী রয়েছে। মহারাষ্ট্রের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ২৪.৪ লক্ষ লোক অন্ত্যোদয় আন্না যোজনার সুবিধাভোগী, যা দরিদ্র পরিবারগুলিকে উচ্চ ভর্তুকিযুক্ত খাবার সরবরাহ করে। কিন্তু আপনি কি জানেন কি করে আধার কার্ডের সাথে লিংক করবেন রেশন কার্ড? বা রেশন কার্ডের eKYC? না জানলে এই প্রতিবেদনের শেষ অংশটি পড়ুন।

Advertisement

SBI: আবার ছুটতে হবে ব্যাংকে, জরুরী নির্দেশ দিল State Bank of India

Advertisement
Advertisement

আপনি আপনার বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে মাত্র দু মিনিটে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারেন। আপনার সুবিধার জন্য দেয়া হলো এই লিংক করার প্রণালীর স্টেপ বাই স্টেপ গাইড।

  • প্রথমে খাদ্য দফতরের ওয়েবসাইট www.wbpds.gov.in খুলুন।
  • এর পরে, ‘রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করুন’ বিকল্পটি নির্বাচন করুন।
  • আপনার রেশন কার্ড নম্বর লিখুন।
  • ‘লিঙ্ক আধার এবং মোবাইল নম্বর’ বিকল্পটি নির্বাচন করুন।
  • এবার আপনার আধার নম্বর লিখুন।
  • আপনার ফোনে একটি ওটিপি আসবে, এটি লিখুন।
  • রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করুন।
  • আধার-রেশন কার্ড লিঙ্ক হওয়ার পরে আপনি একটি এসএমএস পাবেন।
Advertisement

Related Articles

Back to top button