কলকাতানিউজ

করোনায় আক্রান্ত হলেন বিধাননগর পুলিশের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়

Advertisement
Advertisement

কলকাতা: সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার তাপস চট্টোপাধ্যায়। করোনার কবলে পড়লেন এবার বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র। জানা গিয়েছে, কয়েকদিন ধরে বেশ হালকা জ্বরের সম্মুখীন হতে হয়েছিল তাপস চট্টোপাধ্যায়কে। চিকিৎসকের পরামর্শ নিয়ে তাঁর পরীক্ষা করা হয়। সোমবার রাতে পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ ধরা পড়ে। তড়িঘড়ি তাঁকে সেদিন রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন।

Advertisement
Advertisement

জানা গিয়েছে, তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির সকলকে ইতিমধ্যেই কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে বলে সূত্রের খবর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিধাননগর পুরসভা ডেপুটি মেয়রের অবস্থা খুব একটা জটিল নয়। তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে আশাবাদী চিকিৎসকরা।

Advertisement

প্রসঙ্গত, কয়েকদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের করোনা আক্রান্তের খবর আসে। করোনার কবল থেকে রেহাই পাননি নির্মল মাজিও। এমনকি দমকলমন্ত্রী সুজিত বসু ও তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সুজিত বসু। শুধু তাই নয়, নিজের কাজে ফিরেছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button