খেলাক্রিকেট

IND vs SL: শ্রীলঙ্কা সফরে আজ দল ঘোষণা করতে চলেছে BCCI, দলে সুযোগ পেতে পারেন বিধ্বংসী এই ক্রিকেটার

বছরের শুরুতেই শ্রীলঙ্কা সফরে বিমান ধরবে টিম ইন্ডিয়া। ৩ জানুয়ারি থেকে লঙ্কানদের বিপক্ষে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট খেলবে ভারত।

×
Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এখনো পর্যন্ত ভারত দুটি দেশ সফর করেছে। তবে ফলাফল হয়েছে হৃদয়বিদারক। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরে বাংলাদেশ সফরে আসার প্রদীপ জ্বালাবে ভারত এমনটাই মনে করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে সেই স্বপ্ন কার্যত দুঃস্বপ্নে পরিণত করে টিম টাইগার। ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ ভারতের মুখ থেকে ছিনিয়ে নেয় লিটন কুমার দাসের নেতৃত্বে টিম বাংলাদেশ। যদিও টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বিরাট কোহলিরা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সহ সাধারণ ক্রিকেটপ্রেমীরা।

Advertisements
Advertisement

এদিকে বছরের শুরুতেই শ্রীলঙ্কা সফরে বিমান ধরবে টিম ইন্ডিয়া। ৩ জানুয়ারি থেকে লঙ্কানদের বিপক্ষে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট খেলবে ভারত। এই সফরে টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। যেখানে ভারতীয় দলে একাধিক রদবদল দেখা যেতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচকরা আসন্ন সিরিজ উপলক্ষে আজ অর্থাৎ মঙ্গলবার দল ঘোষণা করতে চলেছে।

Advertisements

Advertisements
Advertisement

মনে করা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ভারতের চরম ব্যর্থতার পর দলে সুযোগ দিতে পারেন বিধ্বংসী রাহুল ত্রিপাঠি সহ একাধিক ক্রিকেটার কে। পাশাপাশি এই সফরে ভুবনেশ্বর কুমারের সাথে ঋষভ পন্থকে নির্বাসিত করতে পারে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি বাংলাদেশ সিরিজে চরম ব্যর্থ কে এল রাহুল ইতিমধ্যে ব্যক্তিগত কারণে ছুটি চেয়ে নিয়েছেন বিসিসিআইয়ের কাছে। তাকে ছাড়াই শ্রীলঙ্কা সফর করবে টিম ইন্ডিয়া। চলুন দেখে নেওয়া যাক, শ্রীলঙ্কার বিপক্ষে কেমন হতে পারে ভারতের স্কোয়াড?

টি-টোয়েন্টি সিরিজে ভারতের সম্ভাব্য স্কোয়াড- হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, হার্সেল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, আরশদীপ সিং এবং উমরান মালিক।

ওয়ানডে সিরিজে ভারতের সম্ভাব্য স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, উমরান মালিক এবং কুলদীপ যাদব।

Related Articles

Back to top button