নিউজ

বিদেশ থেকে আগত যাত্রীদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঠানো হবে, ঘোষণা বাংলার

Advertisement
Advertisement

চিনের উহান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে কেন্দ্র করে আতঙ্কিত গোটা বিশ্ব। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২০ হাজারের বেশি প্রাণহানি হয়েছে ৯ হাজারের বেশি মানুষের।

Advertisement
Advertisement

করোনা নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ বিভিন্ন রকম সতর্কতা জারি করছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বাংলাদেশের আন্তঃবাহিনি জনসংযোগ পরিদফতর (আইএসপিআরের) পক্ষ থেকে জানানো হয় বিমান থেকে বিমানবন্দরে নামার পরমুহূর্তেই যাত্রীদের যেতে হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে।

Advertisement

আরও পড়ুন : করোনাভাইরাস : মতুয়া মেলা বন্ধের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

Advertisement
Advertisement

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর আকার নিচ্ছে, ভাইরাস সংক্রমণের দিক চিন্তাভাবনা করে সরকার বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বিমানবন্দর সংলগ্ন হজ ক্যাম্প এবং উত্তরার দিয়াবাড়ি সংলগ্ন রাজউক অ্যাপার্টমেন্ট কোয়ারান্টাইন, এই দুটি কোয়ারান্টাইনের দায়িত্ব তুলে দিয়েছেন। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন সংকটজনক এলাকায়  প্রয়োজনে লকডাউন করা হবে।

বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং এবং প্রয়োজনীয় ইমিগ্রেশন সম্পূর্ণ হওয়ার পর তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঠানো হবে।তাদের বিমানবন্দর থেকে কোয়ারান্টাইনে পাঠানো, কোয়ারান্টাইনে খাওয়া ও সেবা থেকে শুরু করে ডিজিটাল ডাটা এন্ট্রি, প্রভৃতি দিক তারা দেখবে।

Advertisement

Related Articles

Back to top button