নিউজরাজ্য

করোনাভাইরাস : মতুয়া মেলা বন্ধের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট 

Advertisement
Advertisement

গাইঘাটা ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে মহাসংঘের তরফ থেকে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে প্রত্যেক বছর মতুয়ে মহামেলার আসর বসে। এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, ভক্তদের আগমনে মেলা হয়ে ওঠে জনবহুল। কিন্তু বর্তমানে গোটা বিশ্ব যখন করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত, সংক্রমণ এড়াতে নেওয়া হচ্ছে নানাবিধ সতর্কতা, ভিড় জমায়েত এড়িয়ে চলতে বলা হচ্ছে বারবার সেই মুহূর্তে বৃহস্পতিবার হাই কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হল এই ধর্মমেলা আয়োজন না করার।

Advertisement
Advertisement

কয়েকদিন আগে ঠাকুরনগরের কিছু মানুষ মেলা বন্ধের দাবি নিয়ে হাই কোর্টে জানিয়েছিলেন এই মেলা বন্ধ রাখার কথা। তাদের প্রশ্ন মেলায় আসা লক্ষ লক্ষ মানুষের থেকে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই তারা পুলিশ প্রশাসনের দারস্থ হন। হাইকোর্টের নির্দেশ শোনার পর গাইঘাটা থানার পক্ষ থেকে মেলা বন্ধের প্রচার শুরু হয় ঠাকুরনগরের ঠাকুরবাড়ি এলাকায়। সারা ভারত মতুয়া মহাসংঘ সংঘাধিপতি মমতা ঠাকুর এই নির্দেশকে মেনে নেন।

Advertisement

আরও পড়ুন : রবিবার দেশজুড়ে ‘জনতা কার্ফু’ জারি, করোনা মোকাবিলায় বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

Advertisement
Advertisement

বৃহস্পতিবার হাই কোর্টের নির্দেশ শোনার পর এই রায়কে স্বাগত জানিয়েছে সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর বলেন মেলা এবছর হবে না তারা আগেই ঘোষণা করেছিল, আগে মানুষের প্রান। তবে আদালতের নির্দেশ হাতে আসার সিন্ধান্ত জানানো হবে এমনটাই জানানো হয়েছে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। মতুয়া ধর্ম মহামেলা শুরু হত ২২মার্চ থেকে, আর সেই কারনে ঠাকুরবাড়ির পরিকাঠামো নতুন সাজসজ্জা , দোকানপাট তৈরির ইতিমধ্যেই শুরু হয়েছিল।

Advertisement

Related Articles

Back to top button