নিউজরাজ্য

তৃণমূলের গুন্ডামির জবাব বুথে দেওয়ার জন্য করিমপুরের মানুষকে আবেদন জানালেন বাবুল

Advertisement
Advertisement

অরূপ মাহাত: নদিয়ার করিমপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। প্রার্থীকে হামলার ঘটনায় রাজ্য পুলিশের সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ও পদত্যাগ দাবি করেন তিনি।

Advertisement
Advertisement

তৃণমূলের নোংরামি ও গুন্ডামির বিরুদ্ধে করিমপুরের মানুষকে আহ্বান জানান তিনি। তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলার জবাব বুথে বোতাম টিপে দেওয়ার আবেদনও করেন তিনি। এদিন বাবুল বলেন, ‘বর্ষীয়ান বিজেপি নেতা ও করিমপুরের প্রার্থী জয়প্রকাশ মজুমদারের ওপর তৃণমূল গুন্ডা বাহিনীর হামলার নিন্দা জানাই।

Advertisement

এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি। পুলিশমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত।’ এর পরই করিমপুরের মানুষের উদ্দেশ্যে আবেদন জানান তৃণমূলের গুন্ডামির জবাব বুথে গিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য।

Advertisement
Advertisement

প্রসঙ্গত, আজ ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হলে বিভিন্ন বুথে ঘোরার সময় করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। কালো পতাকা দেখানোর পাশাপাশি শারীরিক ভাবে হেনস্থাও করা হয় তাঁকে। সেই সময় রাজ্য পুলিশ উপস্থিত থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করেন তারা, এমনটাই অভিযোগ বিজেপির।

Advertisement

Related Articles

Back to top button