আন্তর্জাতিকনিউজ

করোনা ভাইরাসের জের: ২০২০-র অর্থনৈতিক বিকাশ হবে শূন্য, রিপোর্ট প্রকাশ IMF-এর

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব পড়বে এশিয়া মহাদেশে। এশিয়ার অর্থনৈতিক বিকাশ নেমে যাবে শূন্যে। আজ একথা জানালো ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড (IMF)। IMF এর এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় শাখার ডিরেক্টর চ্যাং ইয়ং রি বলেছেন, ‘করোনা ভাইরাসের ফলে সবচেয়ে বেশি করে ক্ষতিগ্রস্ত হবে এশিয়া। বিভিন্ন দেশের সরকারের উচিত দেশের সাধারণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করা। লকডাউনের ফলে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত ধরণের কলকারখানা, পরিবহণ ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রচুর মানুষ। তাদের সকলকেই সাহায্য করা উচিত সরকারের।’

Advertisement
Advertisement

এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে করোনা পরবর্তীতে অর্থনীতির কি অবস্থা হবে সেই নিয়ে আজ একটি রিপোর্ট প্রকাশ করে IMF. সেখানে বলা হয়েছে করোনা ভাইরাসের জন্য চলতি আর্থিক বছরে এশিয়ার অর্থনৈতিক বিকাশ থমকে যেতে পারে। বিশ্ব মন্দার জন্য এশিয়ার অর্থনৈতিক বিকাশ ৪.৭ শতাংশ হবে ধরা হয়েছিল চলতি আর্থিক বছরে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলেই জানাচ্ছে IMF. তবে করোনা পরিস্থিতি মিটে গেলে আগামী আর্থিক বছরে ৭.৬ শতাংশ হারে আর্থিক বিকাশ হতে পারে এশিয়ার। তবে সে পরিস্থিতিও খুবই অনিশ্চিত।

Advertisement

Advertisement
Advertisement

চ্যাং ইয়ং রি এর কথায়, ‘বিশ্ব অর্থনীতি বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছে। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলও তার ব্যতিক্রম নয়। ব্যবসা বাণিজ্যও আগের অবস্থায় নেই। তাই বিভিন্ন দেশের সরকার গিলুর উচিত এই মুহূর্তে আর্থিক সংস্কার করা।’ এর আগে রাষ্ট্রপুঞ্জের এক রিপোর্টে বলা হয়েছিল, করোনা ভাইরাসের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতি হবে উন্নয়নশীল দেশ গুলিতে। আর এই উন্নয়নশীল দেশগুলোতেই বিশ্বের দুই তৃতীয়াংশ মানুষ বাস করে। রাষ্ট্রপুঞ্জের মতে এই অবস্থা থেকে বের হওয়া যাবে যদি বিশ্বের সমস্ত দেশগুলি একইসাথে লড়াই করে।

Advertisement

Related Articles

Back to top button