নিউজটলিউডবিনোদনরাজ্য

Arijit Singh Concert: ইকোপার্কে বাতিল অরিজিৎ সিংয়ের শো, ‘অনুমতি নেওয়া হয়নি’, দাবি ববি হাকিমের

বিজেপির দাবি তৃণমূল 'গেরুয়া' শব্দ শুনেই চটেছে

Advertisement
Advertisement

নতুন বছরে ইকো পার্কে অরিজিৎ সিংয়ের কনসার্ট বাতিল নিয়ে গতকাল থেকে সরগরম গোটা রাজ্য রাজনীতি। রাজনৈতিক বিশেষজ্ঞরা এই কনসার্ট বাতিলের পিছনে রাজনীতির ‘গেরুয়া’ রং দেখতে পেয়েছেন। তবে এবার ইকো পার্কে অরিজিত সিং এর কনসার্টের পারমিশন কেন বাতিল করা হল তা ব্যাখ্যা করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। এই কনসার্ট বাতিলের পিছনে রয়েছে কি রাজনীতির রং? না অন্য কিছু, কি বললেন ববি হাকিম? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

ইকো পার্কে অরিজিৎ সিং এর কনসার্ট বাতিলের বিতর্ক প্রসঙ্গে সরাসরি ববি হাকিম জানিয়েছেন, “আমাদের এই সময় জি ২০ সম্মেলন চলছে। জি ২০এর প্রতিনিধিরা আসছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার তার বিপরীতেই রয়েছে। ওখানে কোনও আয়োজন করা যাচ্ছে না। ইকো পার্ক দেখার জন্য প্রচুর মানুষ আসেন। এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করার সমস্যা রয়েছে। সেকারণে বড় অনুষ্ঠানের আয়োজন করতে দেওয়া যাচ্ছে না। সলমন খানের প্রোগ্রাম ছিল। অরিজিৎ সিংয়েরও প্রোগ্রাম ছিল। পুলিশ পারমিশন বা হিডকোর তরফেও কিছু আসেন। কীভাবে অনুমতি পেলেন জানি না। তবে কোনও পারমিশন দেওয়া হয়নি।” তবে সেইসাথে তিনি এও জানিয়েছেন যে কনসার্টের টিকিট বিক্রি হয়ে যাওয়া উদ্যোক্তাদের চরম গাফিলতির পরিচয়। অরিজিৎ সিং অন্য কোথাও কনসার্ট করতে পারেন এবং সেই জন্য পারমিশন দেওয়া হবে।

Advertisement

তবে এই প্রসঙ্গে অন্য সুর ধরেছেন বিরোধীপক্ষ গেরুয়া শিবির। বিজেপির প্রথম সারির নেতৃত্বদের দাবি যে ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে অরিজিৎ সিং মুখ্যমন্ত্রীর সামনে ‘রং দে তু মহে গেরুয়া’ গানটি গেয়েছিলেন। সেই গেরুয়া শব্দের ব্যবহারেই হয়তো চটেছেন মুখ্যমন্ত্রী। আর তার জেরেই জনপ্রিয় শিল্পীকে কলকাতায় পারফর্ম করতে দেওয়া হচ্ছে না। এখন অরিজিৎ সিং এর কনসার্ট প্রসঙ্গ নিয়ে সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি। শেষ পর্যন্ত কি হতে চলেছে এখন সেটাই দেখার বিষয় বঙ্গ রাজনীতিতে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button