দেশনিউজ

ফোনে আপনি কি ব্যবহার করছেন একাধিক UPI Id? হ্যাকাররা সমস্ত লুটে নিতে পারে, এক্ষুনি করুন এই কাজ

মাল্টিপল ইউপিআই আইডি থেকে হ্যাকারদের হামলার ঝুঁকি বেড়ে যায়।

Advertisement
Advertisement

ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ইউপিআই ব্যবহারের প্রবণতা ব্যাপক। আসলে ডিজিটাল ইন্ডিয়ার ভিত্তিপ্রস্তর হয়ে উঠেছে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউপিআই। এর মাধ্যমে সহজেই অনলাইনে পেমেন্ট করা যায়। তবে, অনেকেই একাধিক স্মার্টফোন ব্যবহার করেন। প্রতিটি স্মার্টফোনে আবার আলাদা আলাদা ইউপিআই আইডি সেটআপ করা থাকে। এতে করে মাল্টিপল ইউপিআই আইডি তৈরি হয়ে যায়। এই মাল্টিপল ইউপিআই আইডি থেকে হ্যাকারদের হামলার ঝুঁকি বেড়ে যায়। তাই মাল্টিপল ইউপিআই আইডি থেকে বাঁচতে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

Advertisement
Advertisement

মাল্টিপল ইউপিআই আইডি থেকে হ্যাকারদের হামলার ঝুঁকি বেড়ে যায়। কারণ, হ্যাকাররা সহজেই আপনার একটি ইউপিআই আইডি হ্যাক করে আপনার সমস্ত অর্থ হাতিয়ে নিতে পারে। এছাড়াও, মাল্টিপল ইউপিআই আইডিতে একই পিন ব্যবহার করলে হ্যাকিংয়ের ঝুঁকি আরও বেড়ে যায়। মাল্টিপল ইউপিআই আইডি থেকে বাঁচতে শুধুমাত্র প্রয়োজনীয় স্মার্টফোনে ইউপিআই আইডি সেটআপ করুন। এছাড়া প্রতিটি ইউপিআই আইডির জন্য আলাদা আলাদা পিন ব্যবহার করুন। আর অপ্রয়োজনীয় ইউপিআই আইডি ডিলিট করুন।

Advertisement

এবার ভাবছেন অপ্রয়োজনীয় ইউপিআই আইডি ডিলিট করবেন কি করে? অপ্রয়োজনীয় ইউপিআই আইডি ডিলিট করতে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন:

Advertisement
Advertisement

1. আপনার ইউপিআই অ্যাপে লগ ইন করুন।

2. আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন।

3. সেটিংস ট্যাবে ক্লিক করুন।

4. ব্যাংক অ্যাকাউন্ট ট্যাবে ক্লিক করুন।

5. যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চান সেটি সিলেক্ট করুন।

6. ডিএক্টিভেট বা রিমুভ ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।

7. কনফার্মেশন মেসেজে ক্লিক করুন।

Advertisement

Related Articles

Back to top button