বলিউডবিনোদন

লকডাউনে প্রতিদিন দু হাজার অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দেবেন অমিতাভ বচ্চন

Advertisement
Advertisement

কৌশিক পোল্ল্যে: ভারতবর্ষের একটি বড় সমস্যা দারিদ্র্যতা, এখানে একটি বড়সংখ্যার মানুষজন দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন। শ্রমিক ও দিনমজুরের পেশায় নিযুক্ত মানুষেরা প্রতিদিন কাজ করে পাওয়া উপার্জনের অর্থ দিনের দিনই শেষ হয়ে যায়, কাজেই লকডাউনে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন এই গরিব ও অসহায় মানুষেরা। আবারো এদের ভাবনায় নয়া উদ্যোগে সামিল বিগ বি অমিতাভ বচ্চন।

Advertisement
Advertisement

গত বৃহস্পতিবার ছিল তার স্ত্রী জয়া বচ্চনের জন্মদিন। সেদিন থেকেই দু হাজার প্যাকেট খাবার গরিবদের সরবরাহ করার ব্যবস্থা করেছেন শেহেনশাহ। এছাড়া মুম্বাইয়ের বিভিন্ন প্রান্তে আরও তিন হাজার ব্যাগ সরবরাহ করা হবে। বৃহত্তর পরিকল্পনায় মোট ১২ হাজার মানুষের কাজে খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনায় রয়েছেন তিনি।

Advertisement

বিগ বি জানান, হাজি আলি দরগা, মহিম দরগা, বাবুলনাথ মন্দির, বান্দ্রার বসতিসহ উত্তরের বেশ কয়েকটি বসতিতে পৌঁছে দেওয়া হবে খাবার। প্রতিদিন দুপুরে ও রাতে দরিদ্র মানুষদের কাছে খাবার পাঠাবেন তিনি। অভিনেতা অনুরোধ করেছেন, যেখানে এই খাবার যেখানে সরবরাহ করা হবে সেই স্থানে যেন সামাজিক দূরত্ব বজায় রাখা হয় এবং কোনোরকম বিশৃঙ্খলার যাতে সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার উপদেশ দিয়েছেন তার সরবরাহের টিমকে।

Advertisement
Advertisement

কিছুদিন আগেই সিনেপাড়ার এক লক্ষ দিনমজুরের অন্নসংস্থানের ব্যবস্থা করে খবরের শীর্ষে আসেন বিগ বি। সোনি পিকচার্স এবং কল্যান জুয়েলার্স এর সঙ্গে মিলিত উদ্যোগে ইন্ডাস্ট্রির উক্ত ১লাখ শ্রমিকের রেশনের ব্যবস্থা করা হয়। এবার কয়েকধাপ এগিয়ে আরও বেশ কিছু অসহায় মুখে অন্ন তুলে দিচ্ছেন অমিতাভ বচ্চন, তার এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গোটা দেশ।

Advertisement

Related Articles

Back to top button