নিউজরাজ্য

ফের রাজ্যপালকে ১৩ পাতার কড়া চিঠির মমতার

×
Advertisement

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ফের সংঘাত মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের। রাজ্যপাল জগদীপ ধনকড় প্রথম থেকেই অভিযোগ করেছিলেন করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। মুখ্যমন্ত্রীকে চিঠিও প্রেরণ করেন অভিযোগ জানিয়ে। সেরকমভাবে গত শুক্রবার কেন্দ্রের দেওয়া করোনার যে তথ্য তার সঙ্গে রাজ্য সরকারের দেওয়া তথ্যের পার্থক্য নিয়ে টুইটারে সরব হন রাজ্যপাল জগদীপ ধনকড়।

Advertisements
Advertisement

 এবার তার উত্তরে মুখ্যমন্ত্রী এদিন শনিবার ১৩ পাতার একটি চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের রাজ্যপাল এভাবে কথা বলতে পারেন না। আপনার দুটো চিঠি পড়েছি। রাজ্য সরকার আপনাকে সমস্ত বিষয় অবগত করে। কিন্তু এরপরও আপনার কাছ থেকে অপমানসূচক মন্তব্য আসছে। এমন ব্যবহার বিরল।’

Advertisements

মমতা আরও বলেন, ‘রাজ্যপাল মনোনীত ব্যক্তি কিন্তু মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে তারপর ক্ষমতায় আসেন। তাই রাজ্য সরকারের কাজে খামতি বা ত্রুটি থাকলে তা দেখার জন্য আইন ব্যবস্থা রয়েছে। রাজ্য সরকার বিচার ব্যবস্থার কাছে দায়বদ্ধ। রাজ্যপালের কাছে দায়বদ্ধ নয়।’ মুখ্যমন্ত্রী এর আগেও রাজ্যপালকে ৫ পাতার চিঠি পাঠান, যেখানে তিনি বলেছিলেন, ‘রাজ্যপালের কথার ভঙ্গি সংবিধান বহির্ভূত। তিনি তার কথার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করছেন।’

Advertisements
Advertisement

Related Articles

Back to top button