Today Trending Newsদেশনিউজ

যোগীর সতর্কতার পর বিক্ষোভকারীদের সম্পত্তি কেড়ে নিল যোগীর পুলিশ

Advertisement
Advertisement

নাগরিকত্ব আইনের বিরোধী প্রদর্শনে উত্তরপ্রদেশে সরকারি সম্পত্তি নষ্ট করাকে কেন্দ্র করে কয়েকদিন আগেই বিক্ষোভকারীদের চরম হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ করা হবে বলে মন্তব্য করেছিলেন তিনি। হুমকির তিন দিনের মধ্যেই মুজফরনগরের একাধিক দোকান সিল করে দিলো প্রশাসন। এদিন মুজফরনগরের ৬০ টির’ও বেশি দোকান সিল করেছে প্রশাসন।

Advertisement
Advertisement

নাগরিকত্ব আইন নিয়ে তোলপাড় গোটা দেশ। গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশে বিল বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীরা পুলিশ বুথ, পুলিশের গাড়ি, সরকারি বাস জ্বালিয়ে দেয়। বেশ কয়েকটি গাড়ি এবং প্রায় ১০টি বাইক জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুলিশের গুলিতে প্রাণ যায় ১৮ জনের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ক্ষতিপূরণ করা হবে।’

Advertisement

আরও পড়ুন : ঝাড়খন্ডের পরবর্তী CM হেমন্ত সোরেন, কংগ্রেসের থেকে ডেপুটি CM

Advertisement
Advertisement

এই ঘোষণার তিনদিনের মধ্যেই যোগী সরকার তা করেও দেখালো। মুজফরনগরের একাধিক দোকানের বাইরে যেখানে বিক্ষোভকারীরা জড়ো হয়, সেই দোকান গুলো সিল করা হয়েছে। এরকম ৬০ টির’ও বেশি দোকান সিল করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে আরও কারা জড়িত এই ঘটনায়। পুলিশ জানিয়েছে বিভিন্ন জায়গায় কারা অশান্তি পাকাচ্ছে তার খোঁজ চলছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিক্ষোভকারীদের কাছে অনুরোধ করেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করার জন্য। লখনৌ ও সাম্ভালে এখনো অপরাধীদের সম্পত্তি সিল করার প্রক্রিয়া শুরু হয়নি। জেলা ম্যাজিস্ট্রেট ৩০ দিনের মধ্যে প্রক্রিয়া শেষ করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন। তাদের রিপোর্ট এলেই সেখানেও শুরু হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button