Today Trending Newsকলকাতানিউজ

‘মোদীজি বাংলার পাশে দাঁড়িয়েছে, বাংলার মানুষ ‘প্রকৃতপক্ষে দেশভক্ত’, শ্যামবাজারে বললেন জেপি নাড্ডা

Advertisement
Advertisement

নিজস্ব প্রতিনিধি: নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়নের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাতে সোমবার ছিল বঙ্গ বিজেপির অভিনন্দন যাত্রা। ওয়েলিংটন থেকে শ্যামবাজার পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করে বঙ্গ বিজেপি। সেখানে অংশ নেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়রা। মিছিল শেষে শ্যামবাজারে সভাও করেন দলের কার্যকরী সভাপতি। মিছিলে এত মানুষ অংশ নেওয়ার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান জেপি নাড্ডা। বলেন, ‘আজ আমরা দেখলাম বাংলা কীভাবে মোদিজির পাশে দাঁড়িয়েছে। কীভাবে নাগরিকত্ব সংশোধনী আইনকে স্বাগত জানিয়েছে। বাংলার মানুষ প্রকৃত অর্থেই দেশভক্ত।’

Advertisement
Advertisement

এদিন দুপুর সওয়া দু’টো নাগাদ বিজেপির অভিনন্দন যাত্রার সূচনা হয়। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গণেশচন্দ্র অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ভূপেন বসু অ্যাভিনিউ হয়ে এই মিছিল পৌঁছয় শ্যামবাজারে। হাজার, হাজার মানুষ অংশ নেন এই মিছিলে। কার্যত বিজেপির এদিনের মিছিল ছিল জনজোয়ার।

Advertisement

আরও পড়ুন : যোগীর সতর্কতার পর বিক্ষোভকারীদের সম্পত্তি কেড়ে নিল যোগীর পুলিশ

Advertisement
Advertisement

এদিন শ্যামবাজারের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন জেপি নাড্ডা। জাতীয় নিরাপত্তা নিয়ে মমতার ভূমিকা সন্তোষজনক নয় বলে অভিযোগ তোলেন তিনি। বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দেশের বিরুদ্ধে কথা বলেন। সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। আসলে তাঁরা শুধু ভোটব্যাঙ্কের কথাই ভাবছেন।’

পাশাপাশি এত মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত নাড্ডা বলেন, ‘২০২১–এ বাংলায় বিজেপিই ক্ষমতায় আসছে। সোমবারের জনজোয়ার সে কথাই বলছে। এদিন তো শুধু ট্রেলার দেখানো হয়েছে, আসল ছবি তো দেখানো হবে ২০২১–এ।’ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এদিনের মিছিল ছিল বিজেপির শক্তি প্রদর্শনের একটা বড় সুযোগ। জল মেপে নেওয়ার সবথেকে ভাল জায়গা। আর এদিনের মিছিল শেষে সে ক্ষেত্রে রীতিমতো লেটার মার্কস পেয়ে পাস করল বিজেপি।

Advertisement

Related Articles

Back to top button