Today Trending Newsদেশনিউজ

‘মোদীর মন্ত্রিত্বের লোভে পা দিয়েছেন সিন্ধিয়া, বিজেপির এগুলো নতুন চাল’, বিজেপিকে কটাক্ষ অধীরের

Advertisement
Advertisement

মঙ্গলবার সকালে ইস্তফাপত্র জমা দেন কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ আরও ১৪ জন বিধায়ক। এই পদত্যাগ মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের জন্য বিরাট ক্ষতি। বিগত লোকসভা নির্বাচনে প্রচারের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার এই পদত্যাগকে কেন্দ্র করে তীব্র আক্রমণ করেছেন লোকসভা কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

Advertisement
Advertisement

তিনি বলেছেন, “সিন্ধিয়া জি কংগ্রেস দলের অনেক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব ভালো ভাবে সামলেছেন, সম্ভবত মোদীজি তাকে মন্ত্রিত্বের লোভ দেখিয়েছেন। আর তিনি সেই লোভের ফাঁদে পড়েছেন। আমরা জানি, সিন্ধিয়া পরিবারের সাথে বিজেপির বহু দশকের যোগাযোগ রয়েছে। তবে এটা নিঃসন্দেহে বিরাট ক্ষতি।” তিনি আরো বলেছেন যে এবার তাদের দল হারবে এবং মধ্যপ্রদেশ কংগ্রেস সরকার থাকবে না বলেই তিনি মনে করছেন। বিজেপির এগুলো নতুন চাল, বিরোধী দলের লোকদের সরিয়ে সেই দলের সরকার ফেলে দেওয়া।

Advertisement

আরও পড়ুন : কংগ্রেস থেকে সিন্ধিয়া সহ ১৪ জনের ইস্তফা, বিকেলেই যোগ দিতে পারেন বিজেপিতে

Advertisement
Advertisement

সিন্ধিয়া ইস্তফাপত্রে লিখেছেন যে গত ১৮ বছর তিনি কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করেছেন।এবার তার দল  ছাড়ার সময় এসেছে, দলে  থেকে রাজ্য এবং দেশের মানুষের জন্য কাশ্য করা সম্ভব নয় তাই নতুন ভাবে শুরু করতে চান তিনি। দুপুর ১২ তা নাগাদ সিন্ধিয়া ইস্তফাপত্র পাঠায়, যদিও তার ইস্তফাপত্র কংগ্রেস সভাপতি ইন্দিরা গান্ধী গ্রহণ করেননি, বরং সরাসরি তাকে কংগ্রেস দল থেকে বহিস্কার করা হয়। অবশ্য এই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান বিষয়ে সিন্ধিয়া এখনো পর্যন্ত নিজের মুখে কিছুই বলেননি। তবে নরেন্দ্র মোদী ও অমিত শাহ -র সাথে বৈঠকের পরই তার ইস্তফাপত্র দেওয়ার জন্য বিজেপিতে যোগদানই মূল লক্ষ্য বলে অনেকে মনে করছেন।

Advertisement

Related Articles

Back to top button