Today Trending Newsদেশনিউজ

আবারও দিল্লির ক্ষমতায় কেজরিওয়ালের সরকার : অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর

Advertisement
Advertisement

মঙ্গলবার প্রকাশিত হয়েছে দিল্লির গত ৮ ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনের ফলাফল। ভোট গননার শেষে এই নিয়ে তৃতীয় বার দিল্লির ক্ষমতা পেল কেজরিওয়ালের সরকার। চারিদিক থেকে অরবিন্দ কেজরিওয়ালের দিকে ভেসে এসেছে শুভ কামনা, আগামী দিনে শাসকদল হয়ে দিল্লিতে মানুষের পাশে কাজ করার বার্তা।

Advertisement
Advertisement

দিল্লিতে তৃতীয় বার মুখ্যমন্ত্রীত্ব পদে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেজরিওয়ালকে শুভ কামনা জানিয়েছেন। ৭০ টি আসনে হওয়া বিধানসভা ভোটে আপ ৬৩ টি আসন নিয়ে জয়লাভ করেছে। বাকি সাতটি আসন পয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন টুইটের মাধ্যমে দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালকে তাঁর দলের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, “দিল্লির জনগণের আকাঙ্ক্ষা পূরণে শুভেচ্ছা জানাই।”

Advertisement

আরও পড়ুন : দিল্লির ইতিহাসে সর্বনিম্ন ভোট কংগ্রেসের, এবার শূন্য থেকে লড়াইয়ে ফেরার প্রতিশ্রুতি শীর্ষ নেতৃত্বের

Advertisement
Advertisement

এরপর কেজরিওয়াল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার কেন্দ্রের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে। কেজরিওয়াল দিল্লি বিধানসভা নির্বাচনে তার দলের জয়ের বিষয়ে অভিনন্দনমূলক বার্তাগুলির প্রত্যুত্তরে ও প্রধানমন্ত্রীর শুভ কামনার প্রত্যুত্তরে বলেন, ‘আমাদের রাজধানী দিল্লি শহরকে বিশ্বমানের নগরী হিসাবে গড়ে তুলতে কেন্দ্রের সাথে কাজ করার আশায় আছি।’

Advertisement

Related Articles

Back to top button