কলকাতানিউজরাজ্য

১ অক্টোবর থেকে রাজ্যে চলবে আরও ৫টি স্পেশাল ট্রেন

Advertisement
Advertisement

কলকাতা: করোনার মাঝেই যাত্রীদের কথা ভেবে এবং নিজেদের লাভের কথা ভেবেই এবার লাভজনক ১৩টি রুটে ট্রেন চালাতে আগ্রহ প্রকাশ করল পূর্ব রেল। ট্রেনের তালিকায় আছে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, দার্জিলিং মেল ও সরাইঘাট এক্সপ্রেস। চলতি বছরের মার্চ থেকেই লক ডাউনের কারণে বন্ধ ছিলো ট্রেন পরিষেবা। যার জেরে কার্যত ক্ষতির সম্মুখীন হয়েছে দেশের সাধারণ মানুষ থেকে রেল কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement

হাওড়া থেকে গুয়াহাটি, হাওড়া-জামালপুর, শিয়ালদহ-দিল্লি মধ্যে চলবে এই কটি স্পেশাল ট্রেন। এছাড়াও মালদহ-নয়া দিল্লির মধ্যে চলবে দুটি স্পেশাল ট্রেন৷ জানা গিয়েছে লাভের কথা ভেবেই এই সকল ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে। যার ফলে লাভ মেলার আশায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্ব রেল ১৩টি রুটে স্পেশাল ট্রেন চালাতে চেয়েছিল, এর মধ্যে ৫টি ট্রেন চালানোর অনুমতি দিয়েছে রেলওয়ে বোর্ড।

Advertisement

পূর্ব রেলের তিন ডিভিশন হাওড়া, শিয়ালদহ ও মালদহ থেকে মেল এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু করার। তাই আগামি মাসের এক তারিখ থেকে চলবে এই সকল ট্রেন। ১২৩৪৫/৪৬ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস প্রতিদিন গড়ে ১২৫.৬১% যাত্রী থাকে। ১২৩১৩/১৪ শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস হাওড়া রাজধানীর মতো এখান থেকে গড়ে আয় হত ২৮.৩৩ লাখ টাকা।

Advertisement
Advertisement

১২৩৪৩/৪৪ শিয়ালদহ-এনজেপি দার্জিলিং মেল কলকাতা থেকে উত্তরবঙ্গের যাওয়ার জন্যে এই ট্রেনে আয় হয় ৮.৮৭ লাখ টাকা। ১২৩৭৯/৮০ শিয়ালদহ-অমৃতসর এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে সপ্তাহে দু দিন ছাড়বে। ১২৩১/৩২ হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস গড়ে আয় করে ১৮.৭১ লাখ টাকা। ১৩৪১৩/১৪ মালদহ টাউন-দিল্লি ত্রি-সাপ্তাহিক ফারাক্কা এক্সপ্রেস মালদহ থেকে ছাড়া এই ট্রেনে আয় হয় ৯ লক্ষ।

 

Advertisement

Related Articles

Back to top button