দেশনিউজ

কৃষি বিল নিয়ে গুজব ছড়ানোর উদ্দেশ্যে কৃষকদের বোঝানোর আবেদন নরেন্দ্র মোদির

Advertisement
Advertisement

নয়াদিল্লি: কৃষি বিল নিয়ে বর্তমানে ভারতের টাল মাটাল অবস্থা। একদিকে কেন্দ্রীয় সরকার অন্যদিকে বিরোধী পক্ষ। সব মিলিয়ে এখন হাড্ডাহাড্ডি চলছে দুপক্ষতে। কিন্তু এবার কৃষি বিল বিরোধীদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীর দাবি, নয়া কৃষি বিলে কৃষকদের আয় বাড়বে, তাঁদের অধিকারও সুরক্ষিত হবে৷ তিনি জানিয়েছেন কৃষি বিল নিয়ে কৃষকদের কাছে গিয়ে তাঁদের বিভ্রান্তি দূর করতে হবে৷ বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “এর আগে যাঁরা সরকারে ক্ষমতায় ছিল, তাঁরা এমন জটিল আইন ও প্রতিশ্রুতির জাল বিছোত যে অধিকাংশ কৃষকই তা বুঝতে পারতেন না৷ কিন্তু বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্রমাগত এই পরিস্থিতি বদলে দিয়ে কৃষকদের উন্নয়নের চেষ্টা করেছে”।

Advertisement

কিন্তু এদিকে কৃষি বিল মানতে নারাজ দেশের কৃষক শ্রেনীরা, তাদের মতে এই বিল দ্বারা তাদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। এই একই কারণে আজ নতুন তিনটি কৃষি বিলের প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি৷  এছারাও কৃষকরা যাতে ঋণ পান তার জন্য যত বেশি সম্ভব কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

কৃষকদের কথা ভেবে আগের বছরে এনডিএ সরকার কৃষকদের সরাসরি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করেছে৷ ১০ কোটি কৃষকের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। কিন্তু বিগত এক সপ্তাহ ধরে বিরোধী আর কেন্দ্রীয় সরকারের এই কৃষি বিল নিয়ে যা যা হয়েছে তা কারোরই অজানা নয়। বিরোধীরা প্রথম থেকেই মানতে নারাজ ছিলো, আর সেই উদ্দেশ্যে আজ নিজের বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

Related Articles

Back to top button