দেশনিউজ

৪৮ হাজার ঝুপড়িবাসীকে উচ্ছেদ করা হবে দিল্লিতে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Advertisement
Advertisement

দিল্লি : তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্ট দিল্লি এনসিআর ১৪০ কিলোমিটার এলাকায় রেল লাইনের ধার বসবাসকারী প্রায় ৪৮ হাজার ঝুপড়িবাসীকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল৷ কিন্তু তা কোনোমতেই কর্ণপাত না করায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ঝুপড়িবাসীদের উচ্ছেদের নোটিস দিল রেল৷

Advertisement
Advertisement

১৪ সেপ্টেম্বরের মধ্যে ঝুপড়ি খালি করে দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে বাসিন্দাদের৷ কিন্তু তার পরেও এলাকা ফাঁকা না হলে রেলের তরফে ওই ঝুপড়িবাসীদের তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ শীর্ষ আদালত এও জানিয়ে দিয়েছে এরপরে ঝুপড়িবাসীদের উচ্ছেদে স্থগিতাদেশ দিতে পারবে না কোনও আদালত৷

Advertisement

দিল্লি এনসিআর ১৪০ কিলোমিটারের ওই এলাকার ৭০ কিলোমিটার লাইনে খুব বেশি সংখ্যায় ঝুপড়ি রয়েছে৷ যেখানে সব মিলিয়ে প্রায় ৪৮০০০ ঝুপড়ি রয়েছে৷ আদালতে রেলের তরফে জানানো হয়েছে, ২০১৮ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশের পর জবরদখলকারীদের সরাতে বিশেষ টাস্ক ফোর্সও গঠন করা হয়।

Advertisement
Advertisement

কিন্তু তাতেও কোন লাভ হয়নি। এরপর ২০১৮ সালে দিল্লি হাইকোর্টও রেল লাইনের সেফটি জোনের মধ্যে থেকে বেআইনি জবরদখলকারীদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ কিন্ত্য এতো কিছুর পর এবার কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিম কোর্ট।

 

Advertisement

Related Articles

Back to top button