নিউজ

সাবধান! গরিবের টাকা এইভাবে লুট করছে PNB ব্যাঙ্ক! কি করবেন গ্রাহকরা?

Advertisement

প্রত্যেক ব্যাঙ্কেরই একটি নির্দিষ্ট নিয়ম থাকে। সব ব্যাঙ্কেই অ্যাকাউন্ট খোলার সময় নূন্যতম ব্যালেন্স রাখার কথা বলা হয়। নূন্যতম ব্যালেন্স না থাকলে কিছু অর্থ কেটে নেওয়া হয় অর্থাৎ জরিমানা করা হয়। সূত্রের খবর, ব্যাঙ্ক অ্যাকাউন্টে নূন্যতম টাকা না থাকার কারনে প্রায় ১২.৭ মিলিয়ন গ্রাহকদের জরিমানা করা হয়েছে। PNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ২০১৮-১৯ বর্ষে ২৭৮.৬৬ কোটি টাকা উদ্ধার করেছে সাধারণ গরীব মানুষের কাছ থেকে। গত বছরে যে পরিমান জরিমানা নেওয়া হয়েছিল এবার তার থেকে ৩২ শতাংশ বেশি জরিমানা নেওয়া হয়েছে। এই ব্যাঙ্কের টাকায় লোপাট করে পালিয়েছে নীরব মোদী ও মেহুল চোকসি।

Related Articles

Back to top button