নিউজপলিটিক্স

বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

Advertisement

বড়সড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগেই সরকারি বাস ও মেট্রোয় মহিলারা বিনা টিকিটে সফরের অনুমতি, মাসে ২০০ ইউনিট বিদ্যুত ফ্রিতে দেওয়ার ঘোষণা করেছেন তিনি। বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লির প্রতিটি সরকারি হাসপাতালে ফ্রিতে ওয়াইফাই পরিষেবা দেবে সরকার৷ প্রতি গ্রাহক পিছু মাসে ১৫ ডিবি ডেটা দেওয়া হবে৷ সম্পূর্ণ দিল্লি জুড়ে ১১,০০০ হটস্পট ইনস্টল করা হবে বলে জানিয়েছেন তিনি।

কিন্তু প্রশ্ন উঠছে যে হাসপাতালে ফ্রি ইন্টারনেট দিয়ে আদৌও কি স্বাস্থ্য পরিষেবায় কোনও উন্নয়নি হবে? নাকি এই রকম সস্তার ঘোষণা করে রাজধানীবাসির মন জয়ের চেষ্টা করছেন অরবিন্দ কেজরিওয়াল? কারণ আমরা সবাই জানি এমনিতেই আমাদের দেশে ডেটা সস্তা৷

Related Articles

Back to top button