কলকাতানিউজ

শুক্রবার আরও বৃষ্টি দক্ষিনবঙ্গের এই জেলাগুলিতে, জানালো আবহাওয়া দপ্তর!

Advertisement

শ্রাবণের শেষে এসে অবশেষে সদয় বরুণদেব। ছিঁটে-ফোঁটা বৃষ্টি ছেড়ে অবশেষে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ঝুলিতে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আজ সকাল থেকে ভারী বৃষ্টির মুখ দেখেছে কলকাতাবাসী। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান ও পুরুলিয়া এই পাঁচ জেলায় আগামী শুক্রবার পর্যন্ত ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী শুক্রবার পর্যন্ত কলকাতাতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছু রাজ্যেও। আজ বুধবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। সকালেই কলকাতার বেশ কিছু জায়গায় দেখা গেছে মাঝারি বৃষ্টিপাত। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি দেখবে রাজধানী, আইএমডি সূত্রে খবর। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কোঙ্কণ ও গোয়া, গুজরাত, তামিলনাড়ু, পূর্ব মধ্যপ্রদেশ, ভিদারভা, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, কেরল এবং মাহের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তাই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘণ্টা সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

Related Articles

Back to top button